Advertisment

হাত গুটিয়ে বসে নেই CBI! গরু পাচার মামলায় তলব আবদুল লতিফকে

গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল লতিফকে তলব সিবিআইয়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi summoned abdul latif in cow smuggling case

আবদুল লতিফকে ডেকে পাঠাল সিবিআই।

গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল লতিফকে তলব সিবিআইয়ের। আগামী মঙ্গলবার তাঁকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এর আগে গত বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছিলেন বীরভূমের ইলামবাজারের পশুহাটের মালিক আবদুল লতিফ।

Advertisment

সিবিআই স্ক্যানারে গোড়া থেকেই তিনি ছিলেন, গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার দাখিল করা চার্জশিটেও নাম ছিল তাঁর, এবার তাঁকে তলব। আগামী মঙ্গলবার তলব বীরভূমের ইলামবাজারের বাসিন্দা আবদুল লতিফকে। শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের দিন ঘটনাস্থলেই দেখা গিয়েছিল তাঁকে। তবে ওই দিন থেকেই কার্যত উধাও হয়ে গিয়েছিলেন লতিফ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। যদিও এরই মধ্যে শীর্ষ আদালত থেকে রক্ষাকবচ নিয়েছিলেন লতিফ।

আরও পড়ুন- বাকি মামলাও তাঁর হাত থেকে সরে যেতে পারে, আশঙ্কা খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই

সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর গত বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন ‘ফেরার’ থাকা আবদুল লতিফ। লতিফের বিরুদ্ধে কঠিন কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালতের সেই স্বস্তি পরে বহাল থাকে নিম্ন আদালতেও।

আদালতে আত্মসমর্পণের পরে লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন সিবিআই বিশেষ আদালতের বিচারক। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের ওই নির্দেশের কয়েকদিনের মাথায় এবার লতিফকে ডেকে পাঠাল সিবিআই।

Abdul Latif Cow Smuggling anubrata mondal cbi
Advertisment