দীর্ঘদিন পর নারদ তদন্তে আবারও সক্রিয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তড়িঘড়ি তলব করা হল নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে। আগামী সোমবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর কলকাতার নিজাম প্যালেসের দফতরে বেলা সাড়ে ১০টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে ম্যাথুকে। সূত্রের খবর, নারদ তদন্তে এবার নতুন একটি তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তারই জেরে ফের একবার ম্যাথুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কী নতুন তথ্য পেল সিবিআই? তা নিয়েই চর্চা তুঙ্গে।
কী এমন চাঞ্চল্যকর তথ্য পেল CBI? সূত্রের খবর ঠিক কী?
সিবিআই সূত্রের দাবি, এর আগে জিজ্ঞাসাবাদের সময় নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের বয়ান রেকর্ড করা হয়েছিল। স্টিং অপারেশনে তিনি যে মোবাইলটি ব্যাবহার করেছিলেন সেটির ফরেনসিক পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসাররা। স্টিং অপারেশন সম্পর্কে ম্যাথু যে তথ্য দিয়েছিলেন, আর তাঁর মোবাইলের ফরেনসিক রিপোর্টে যে তথ্য মিলেছে তাতে বিস্তর ফারাক রয়েছে বলে খবর সূত্রের। ম্যাথু বেশ কিছু তথ্য গোপন করেছেন বলেও মনে করছে তদন্ত সংস্থা। তাই ফের একবার ম্যাথুকে সরাসরি ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে সিবিআই।
আরও পড়ুন- পুলিশে বিরাট রদবদল মুখ্যমন্ত্রীর, ঢালাও বদলি SP-দের, কোন জেলায় দায়িত্বে কে?
এর আগে ২০২১ সালে নারদ মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তারপর থেকে তদন্তের গতি থমকে পড়ে। পরবর্তী সময়ে নিয়োগ, বালি, কয়লা, গরু পাচার মামলায় তদন্তের দায়িত্ব কাঁধে তুলে নেয় সিবিআই। নারদ-তদন্ত প্রক্রিয়া কার্যত ঠাণ্ডা-ঘরে চলে গিয়েছিল। তবে এবার ফের একবার নারদ স্টিং অপারেশনের ঘটনায় সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে।
আরও পড়ুন- মায়ের সঙ্গে বচসায় ‘রক্তগঙ্গা’ বইয়ে দিল ছেলে! ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে!
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মুখে নারদ স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে এসেছিল। রাজ্যের শাসকদলের নেতা থেকে শুরু করে মন্ত্রী, আইপিএস অফিসারকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। শাসকদল তৃণমূলকে তুলোধনা করে সোচ্চার হয়েছিল বিরোধীরা। শেষমেশ ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। উচ্চ আদালত নারদ স্টিং অপারেশন-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
আরও পড়ুন- মমতার বাংলায় ‘তালাবন্দি’ মোদীর মন্ত্রী, কারা করল? জানলে অবাক হবেন!
মঙ্গলবার নারদ মামলায় ফের একবার ম্যাথু স্যামুয়েলকে সিবিআই তলব ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেস। রাজ্যে দলের মুখপাত্র সৌম্য আইচ এদিন সংবাদমাধ্যমে বলেন, "সিবিআই বা ইডি সারা বছর ঘুমোয়। ভোট এলেই জেগে ওঠে। ভোট গেলে সিবিআই-ইডি ঘুমিয়ে পড়বে। বিজেপি ও তৃণমূলের নেতা-মন্ত্রীরাই এর পিছনে যুক্ত।"