/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/mamata-3.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার রাজ্যের আরও এক মন্ত্রীকে ডেকে পাঠাল সিবিআই। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতম সদস্য সুজিত বসুকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৩১ অগাস্ট কলকাতার নিজাম প্যালেসের অফিসে ডেকে পাঠানো হয়েছে সুজিত বসুকে।
ফের রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আইনমন্ত্রী মলয় ঘটকের পর এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠাল কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের পুরসভা গুলিতে নিয়োগের ক্ষেত্রেও সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অয়ন শীলের বাড়িতে তল্লাশিতে একগুচ্ছ নথি মেলে।
সেই নথি খতিয়ে দেখে এরপর রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালানো হয়। অভিযোগ, ওই পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রেও পদে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। সেই সব পুরসভাগুলিতে তল্লাশির ভিত্তিতেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের হদিশ মিলেছে। সেই সব তথ্যের ভিত্তিতে এবার ডেকে পাঠানো হয়েছে রাজ্যের দমকলমন্ত্রী তথা শহর কলকাতার একটি বড় পুজো কমিটির সর্বময় কর্তা বলে পরিচিত সুজিত বসুকে। একটা সময় দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান পদে ছিলেন সুজিত বসু।
আরও পড়ুন- তোলপাড় ফেলবে দুর্যোগ! ভারী থেকে অতি ভারী বৃষ্টি-শঙ্কা কোন কোন জেলায়?
আগামী ৩১ অগাস্ট কলকাতার নিজাম প্যালেসের দফতরে সুজিত বসুকে ডেকে পাঠিয়েছে সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন রাজ্যের দাপুটে এই মন্ত্রী। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর্বটি ভিডিওগ্রাফি করে রাখা হতে পারে।
এদিকে তাঁকে তলব করা নিয়ে এদিন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সুজিত বসু। তিনি জানিয়েছেন সিবিআইয়ের তরফে তাঁকে ডেকে পাঠানো নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ইমেল বা চিঠি তাঁর কাছে পৌঁছয়নি। তবে সিবিআই তাঁকে ডাকলে তদন্তে সহযোগিতায় তিনি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। সিবিআইয়ের মুখোমুখি হতে তিনি তৈরি রয়েছেন বলে জানিয়েছেন।