Advertisment

কয়লাপাচার কাণ্ডে এবার বাঁকুড়ার পুলিশ সুপারকে CBI তলব

এই মামলায় এর আগে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi gives chargesheet in nadias bjp worker Palash Mandal death case

ফাইল ছবি

কয়লাপাচার কাণ্ডে এবার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করলো সিবিআই। মঙ্গলবারই নিজাম প্যালেসে ওই আইপিএস-কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই মামলায় এর আগে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisment

গত দু’‌বছর ধরে বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কোটেশ্বর রাওয়ের কাছে কয়লাপাচার সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছিলো। সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

কয়েকবার হাজিরা এড়ানোর পর কয়লাকাণ্ডে কলকাতায় সিবিআইয়ের দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র। প্রাথমিকভাবে কয়লা ও গরু পাচার নিয়ে অশোক মিশ্রের জবাবে সিবিআই গোয়েন্দা সন্তুষ্ট হলেও পরে ৪ এপ্রিল তাঁকে গ্রেফর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদের পর এবার সিবিআই নজরে বাঁকুড়ার তৎকালীন পুলিশ সুপার কোটেশ্বর রাও।

কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। মামলার জাল গোটাতে তৎপর সিবিআই গোয়েন্দারা। ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের চাঁইদের ধরতে নানা পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই এই মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেফর করা হয়েছে। এবার তলব করা হল পুলিশের বড় কর্তাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Coal Smuggling Coal Smuggling Case cbi
Advertisment