scorecardresearch

সিবিআইয়ের জেরা শেষ, আড়াই ঘন্টা পর বেরিয়ে কী বললেন ‘কালীঘাটের কাকু’?

মঙ্গলবার রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটিস দেওয়া হয়েছিল।

kalighater kaku cbi ssc scam
'কালীঘাটের কাকু' সুজয় ভদ্র।

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ‘কালীঘাটের কাকু’কে তলব করেছিল সিবিআই। আর তলব পেয়েই নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র । প্রায় আড়াই ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সুজয়কৃষ্ণ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। শুধু জানিয়েছেন, তিনি নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত দুই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও সান্তনু বন্দ্যোপাধ্যায়কে চিনতেন। তবে সবটাই রাজনৈতিক কারণে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ‘কালীঘাটের কাকু’র বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর রেকর্বড করা বক্তব্যের সঙ্গে কুন্তল, শান্তনু, তাপস মণ্ডল ও গোপাল দলপতির বক্তব্য মিলিয়ে দেখা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ করা হবে।

বুধবার সকাল ১১টার কিছু আগেই নিজাম প্যালেসে হাজির হন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জালে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ। তাঁর মুখ থেকেই প্রথম ‘কালীঘাটের কাকু’র কথা শুনেছিলেন বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। পরে ‘কালীঘাটের কাকু’র নাম গোপাল দলপতির মুখেও শোনা যায়। গোপাল বলেছিলেন যে, ‘কুন্তল ঘোষ বার বার কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠানোর কথা বলেছিলেন।’

নিজাম প্যালেসে ঢোকার মুখে ‘কীলাঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র বলেছিলেন, ‘কেন ডাকল জানি না৷ নোটিসও দেয়নি৷ হাতে লেখা কাগজ দিয়ে এসেছিল গতকাল সন্ধে সাড়ে ছ’ টায়৷ তাই চলে এসেছি৷ আমি এসবের কিছুই বুঝি না৷ আমার স্ত্রী খুবই অসুস্থ৷ তা সত্ত্বেও এসেছি৷ এর পরেও বলবে আমি তদন্তে অসহযোগিতা করছি৷’

নিয়োগ দুর্নীতি মামলায় কয়েক সপ্তাহ আগে ‘কালীঘাটের কাকু’র নাম সামনে আসতেই সুজয়বাবু নিজেই সংবাদমাধ্যমের কাছে দাবি করে বলেছিলেন যে, ‘নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’ পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুজকৃষ্ণ ‘সাহেব’ বলে জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, অভিষেকের কাছে পৌঁছতে না পেরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তাঁকে নিয়ে টানাটানি করছে।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের স্ত্রীকেও তলব করেছে ইডি। তাঁকে চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশদেওয়া হয়। গতকালই যুব তৃণমূলের পদ থেকে কুন্তলকে বহিষ্কার করা হয়েছে। জয়শ্রী ঘোষের নামেও বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি ইডি-র। সেই সব সম্পত্তির ব্যাঙ্কের আর্থিক লেন-দেন সংক্রান্ত তথ্য নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cbi summons kalighat kaku sujay krishna bhadra and kuntal ghoshs wife jayasree in ssc recruitment scam