গরুপাচারকাণ্ডে নাম জড়ালো তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (TMC MP dev)। বুধবারই রাজ্যের শাসকদলের ঘাটালের সাংসদকে এই বিষয়ে সমন পাঠায় সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে জানানো হয়েছে যে, গরুপাচারকাণ্ডে একাধিক সাক্ষীদের বয়ানের মাধ্যমেই তৃণমূল সাংসদ দেবের নাম উঠে এসেছে। আর সেই প্রেক্ষিতেই একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সাংসদ-অভিনেতাকে তলব করা হয়েছে সিবিআই-এর তরফে। যদিও এপ্রসঙ্গে তৃণমূলের তরফে কিংবা দেব- কেউই বিকেল পাঁচটা অবধি কোনওরকম মন্তব্য করেননি। তবে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি ঘাটালের তৃণমূল সাংসদকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।
<আরও পড়ুন: ‘আমার পরিবার ভারতের জন্য লড়েছে’, লতার অন্ত্যেষ্টিতে ‘থুতু’কাণ্ডের পর ভাইরাল শাহরুখের মন্তব্য>
প্রসঙ্গত, সাংসদ হওয়ার পর এইপ্রথম কোনও কাণ্ডে দেবের নাম জড়িয়েছে। গরুপাচার মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরুপাচারকাণ্ডের তদন্তের স্বার্থে ইতিমধ্যেই রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ও তাঁদের অধঃতন কর্মীদের জিজ্ঞাসবাদ করেছিল সিবিআই। এই পাচার-কাণ্ডের লভ্যাংশের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের যোগ স্পষ্ট, বলেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে বলে খবর।
উল্লেখ্য, জানুয়ারি মাসের গোড়ার দিকে গরুপাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার মাস গড়াতে না গড়াতেই সংশ্লিষ্ট দুর্নীতিতে নাম জড়ালো তৃণমূলের তারকা সাংসদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন