/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/abhishek-cbi.jpg)
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন সিবিআইয়ের।
বৃহস্পতিবারই হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে কুন্তল ঘোষ ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারবে সিবিআই। আর সেই নির্দেশের পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। জানা গিয়েছে, শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে।
কেন্দ্রীয় এজেন্সির তলব পাওয়ার পরই শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন, 'একটা ডেভালপমেন্ট আছে। আমি আজ কলকাতায় ফিরব।' অভিষেক এখন বাঁকুড়ায় রয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের নোটিস পেয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন।
I have received a summon from the CBI to appear before them tomorrow, on 20th May'23 for examination.
Despite not being given even a day’s prior notice, I will still abide by the summon.
I will give my full cooperation during the course of the investigation. (1/2) pic.twitter.com/lh7DJY6MQW— Abhishek Banerjee (@abhishekaitc) May 19, 2023
কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ছিল, ধৃত কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুন-সিবিআই তলব পেয়েই বড় অভিযোগ অভিষেকের, নিশানা কাকে?
গতকালের ওই নির্দেশের পর পশ্চিম বর্ধমান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমরা পালিয়ে যাওয়ার লোক নই। মাথা উঁচু করে থাকা লোক। তদন্তের মুখোমুখি হতে আমরা ভয় পাই না। তবে পেলে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয় ভাববো। একজন নাগরিক হিসাবে সেই রাস্তা আমার সামনে খোলা আছে। তবে তদন্ত এজেন্সিকে আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। যদি আমায় সমন পাঠানো হয় তাহলে দরকারে আমি জনসংযোগ যাত্রা একদিন থামিয়ে আমি তদন্তে সাহায্য করে আসব।'
আরও পড়ুন-‘কথার জাগলারিতে নাম জড়িয়ে জিজ্ঞাসাবাদ’, অভিষেককে CBI তলবে ফুঁসছে তৃণমূল
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন অভিষেক। তবে শুক্রবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খান তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। দুপুরে কেন্দ্রীয় এজেন্সির নোটিস যায় তাঁর কাছে।
সিবিআই তলবে হাজিরা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচিতে কাটছাঁট করেন। তাঁর বদলে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় পাত্রসায়রের সভায় বক্তব্য পেশ করবেন। তবে ভার্চুয়ালি।