RG Kar Case-CBI Raid: সকাল ৮.০৬ মিনিটে প্রবেশ। তার পর রাত ৮.৪৬ মিনিটে প্রস্থান। রবিবার টানা ১২ ঘণ্টা ৪০ মিনিট ম্যারাথন তল্লাশির পর আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। এদিন সাতসকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সূত্রের খবর, সন্দীপের বাড়ি থেকে বহু নথিপত্র নিয়ে বেরোন তাঁরা।
এদিন CBI টিম সকাল পৌনে ৭টা নাগাদ বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে যায়। প্রায় ১ ঘন্টারও বেশি সময় কেটে গেলেও বাড়ির দরজা খোলেননি সন্দীপ। পরে সকাল ৮টার পর হঠাৎই বাড়ির দরজা খুলে বাইরে বেরোতে দেখা যায় সন্দীপ ঘোষকে। আরজি কর কাণ্ডে গত ৯ দিনে রোজ ১০-১২ ঘণ্টা ধরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে, এমনকী শনিবারই তাঁর পলিগ্রাফ টেস্টও হয়েছে বলে খবর সূত্রের।
রবিবার আরজি কর কাণ্ডে শহর কলকাতার দিকে দিকে সাঁড়াশি হানা সিবিআইয়ের। শুধু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আজ আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়াও হাওড়ায় আরজি কর মেডিক্যালের সাপ্লায়ারের বাড়িতেও অভিযানে সিবিআই দল। হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে রবিবার সকালে পৌঁছে যান সিবিআইয়ের কয়েকজন আধিকারিক। আরজি কর মেডিক্যাল কলেজের সাপ্লায়ার বিপ্লব সিং।
জানা গিয়েছে, এদিন সকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের বেশ কয়েকটি দল এই অভিযানে বেরোয়। এদিন সকাল পৌনে সাতটা নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে যান সিবিআইয়ের গোয়েন্দারা। ১ ঘন্টার বেশি সময় ধরে ডাকাডাকি করলেও দরজা খোলেননি সন্দীপ ঘোষ। শেষমেষ সকাল আটটার পরে তিনি বাড়ির বাইরে এসে সিবিআই দলের সঙ্গে কথা বলেন। সকাল ৮.০৬ মিনিটে সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকে যায় সিবিআইয়ের কয়েকজন অফিসার।
ততক্ষণে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একইভাবে এদিন শহরের একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই। এদিন আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই অভিযান চলে। এতক্ষণ ধরে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চলায় জল্পনা বাড়ছিল। মনে করা হচ্ছিল, হয়তো তাঁকে গ্রেফতার করা হতে পারে। অবশেষে রাত পৌনে ন’টা নাগাদ সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসে সিবিআই। সূত্রের খবর, সেখান থেকে বহু নথিপত্র নিয়ে ফিরেছে তারা।