/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cbi-raid.jpg)
CBI: প্রতীকী ছবি।
RG Kar Case-CBI Raid: এযেন CBI-এর ভ্রান্তিবিলাস! আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে মস্ত ভুল করে বসল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। রবিবার সকালে কলকাতা ও লাগোয়া এলাকার প্রায় ১৫টি জায়গায় সাঁড়াশি অভিযানে নামে সিবিআই। সেই অভিযানে হাওড়ায় গিয়ে ভুল ঠিকানায় পৌঁছে গেলেন তদন্তকারীরা।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামানায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। রবিবাসরীয় সকালে বেলেঘাটায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি-সহ মোট ১৫টি জায়গায় হানা দেন সিবিআই অফিসাররা।
সিবিআইয়ের একটি দল পৌঁছে গিয়েছিল হাওড়ায়। সেখানে আরজি করের সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতে যাওয়ার কথা ছিল তদন্তকারী অফিসারদের। এই বিপ্লব সিংহেয়ের 'তারা মা ট্রেডার্স' নামে একটি সংস্থা রয়েছে। সেখানে অভিযান চালাতে গিয়ে ভুল ঠিকানায় গিয়ে পড়েন তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন- সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা ধরে সন্দীপ ঘোষের বাড়িতে CBI, হানা ঘনিষ্ঠদের ঠিকানাতেও
আরও পড়ুন- RG Kar Incident: ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! সামনে আসবে গোপন তথ্য? রহস্যভেদে মরিয়া CBI
তারা মা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংহের খোঁজে গিয়ে 'মা তারা বিল্ডার্স'-এর মালিক মদন ঘোড়ুইয়ের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। ওই ব্যক্তির ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র পরীক্ষা করতে শুরু করে দেন তদন্তকারীরা। কিন্তু কিছুতেই যা তাঁরা খুঁজছেন তা পাচ্ছিলেন না। এমনকী তাঁদের প্রশ্ন শুনে কার্যত আকাশ থেকে পড়ার মতো অবস্থা হচ্ছিল ওই ব্যক্তির।
আরও পড়ুন- পড়ুয়াদের মন পড়বে পুলিশ! সমাজের স্বার্থে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা সর্বত্র
এরপরেই ভুল ভাঙে সিবিআই দলের। কিছুক্ষণের মধ্যেই মদন ঘোড়ুইয়ের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। তবে যাওয়ার আগে ঘোড়ুই পরিবারের সদস্যদের কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য তাঁরা ক্ষমাও চেয়েছেন, এমনই জানিয়েছেন মদন ঘোড়ুইয়ের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- Travel: স্নিগ্ধ-শীতল পাহাড়ি গ্রামে হাত বাড়ালেই মেঘ! চোখ জুড়নো এতল্লাট উত্তরবঙ্গের নতুন আবিস্কার!