/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/mukul-759.jpg)
মুকুলের ফ্ল্যাটে সিবিআই, সঙ্গে মির্জাও
নারদকাণ্ডে নয়া মোড়! রবিবারের সকালে নারদকাণ্ডে ধৃত পুলিশ কর্তা সৈয়দ মহম্মদ হোসেন মির্জাকে নিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে যায় সিবিআই। জানা যাচ্ছে, টাকা লেনদেনের ঘটনার পুর্ননির্মাণ করার জন্যই মুকুলের বাড়ি গিয়েছিলেন সিবিআই কর্তারা। সূত্রের খবর, শনিবার মির্জার সঙ্গে মুখোমুখি বৈঠকে টাকা লেনদেন সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
আরও পড়ুন- ‘ষড়যন্ত্র’ করছেন মমতা, নারদকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন মুকুল
প্রসঙ্গত, শনিবার সিবিআই দফতরে প্রায় আড়াই ঘন্টা জেরা শেষে বেরিয়ে মুকুল রায় জানিয়েছিলেন, “যে সময় এই লেনদেন চলছিল, সেই সময় আমি নির্বাচনে দাঁড়াইনি। কোথাও দেখা যায়নি যে আমি টাকা নিচ্ছি বা দিচ্ছি। আমার সঙ্গে টাকা লেনদেনের ব্যাপারে কোনও কথা হয়নি। ব্যবসার ব্যাপারে পরামর্শ নিতে এসেছিল ম্যাথু স্যামুয়েল।” তবে সিবিআই সূত্রের খবর, জেরার মুখে মির্জা জানিয়েছেন, মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটটিতেই বিপুল পরিমাণ টাকার লেনদেন করা হয়।
আরও পড়ুন- কেন ম্যাথুকে পাঠিয়েছিলেন? মির্জার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মুকুল
এরপরই গোটা বিষয়টি স্পষ্ট করতে এবং ধৃত পুলিশ কর্তা এসএমএইচ মির্জার বয়ানের সত্যতা যাচাই করতে এদিন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করেন তাঁরা। মির্জাকে সঙ্গে নিয়েই ঘটনার ভিডিওগ্রাফিও করেন নারদ তদন্তে থাকা সিবিআই আধিকারিকরা।