Advertisment

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, অনুমতি ছাড়াই তল্লাশি চালাতে পারবে CBI

সিবিআইকে বড়সড় স্বস্তি দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court has issued an interim stay on the transfer of contractual teachers by Bengal Govt

ফাইল ছবি।

সিবিআইকে বড়সড় স্বস্তি দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সাফ জানানো হল, কয়লা পাচার কাণ্ডে তল্লাশি চালাতে গেলে লাগবে না রাজ্যের অনুমতি। এছাড়াও রায়ে বলা হয়েছে, কায়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই। ২৩ মার্চের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজেশ বনন্দাস ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।

Advertisment

কয়লা পাচারকাণ্ডে রাজ্যের সহযোগিতা নিয়ে সিবিআইকে তল্লাশি চালাতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। রায়ে বলা হয়, রেলের এক্তিয়ারভুক্ত এলাকা ছাড়া এই মামলায় তল্লাশি চালাতে গেলে রাজ্যের সহযোগিতা নিতে হবে। এমনকী, যৌথভাবে তল্লাশি চালানোর কথাও বলা হয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সেই মামলারতেই শুক্রবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট।

বিধানসভা নির্বাচনের আগে কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআই তদন্তে সরগরম রাজ্যের রাজনীতি। কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালার নামে এফআইআর দায়ের করেছে সিবিআই। যার প্রেক্ষিতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু, এই মামলায় সিবিআইয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্ত অনুপ মাঝি। তার প্রেক্ষিতেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানায়, রাজ্যের সহযোগিতা নিয়ে সিবিআইকে তল্লাশি চালাতে হবে। তবে এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ, আইন অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়াই সিবিআই তদন্ত চালাতে পারবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুনহাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের

Coal Smuggling West Bengal Calcutta High Court cbi
Advertisment