Advertisment

SSC গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি? রাজ্যকে দুষে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

SSC Recruitment: বিচারপতি বলেন, ‘কেন বুঝতে চাইছেন না আপনার মামলা হেরে গিয়েছেন। আমি এই নিয়োগ দুর্নীতির তদন্তভার সিবিআইকেই দেবো।'

author-image
IE Bangla Web Desk
New Update
if fee is not paid school will not be able to stop the students from sitting for examination Calcutta HC

কলকাতা হাইকোর্ট

SSC Recruitment: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ মামলায় বড় অস্বস্তি রাজ্য সরকারের। চতুর্থ শ্রেণির এই কর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআইকে নিয়োগ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আপত্তি উড়িয়েই এই সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের। যদিও সিঙ্গল বেঞ্চের রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। তবে এদিন রায়দানের আগে কমিশনের আইনজীবী কিশোর দত্তকে তীব্র কটাক্ষ করেন বিচারপতি।

Advertisment

বিচারপতি বলেন, ‘কেন বুঝতে চাইছেন না আপনার মামলা হেরে গিয়েছেন। আমি এই নিয়োগ দুর্নীতির তদন্তভার সিবিআইকেই দেবো। আপনাদের হলফনামা থেকে পরিষ্কার স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি।‘ যদিও এদিন শুনানিতে একাধিকবার সিবিআইয়ের বদলে রাজ্য পুলিশের কোনও সংস্থাকে তদন্তভার দেওয়ার আবেদন করেন অ্যাডভোকেট জেনারেল। কিন্তু সেই আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চ জানায়, ‘যেহেতু গোটা ঘটনার সঙ্গে রাজ্যের স্বার্থ জড়িত। তাই রাজ্যের কোনও সংস্থার হাতে তদন্তভার যাবে না।‘ পাশাপাশি সিবিআইকে হাইকোর্টের নির্দেশ ২১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করতে হবে। সেই রিপোর্ট পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে আদালত।

এমনকি, এই তদন্তের জন্য পৃথক দল গঠনের নির্দেশ আদালতের তরফে সিবিআইকে দেওয়া হয়েছে। এদিকে, হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কবিতার লিখে রাজ্যকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর ট্যুইট, ‘এ কী খবর শুনিলাম, হায় হায় হায়, শিক্ষাক্ষেত্রেও সিবিআই ঢুকিল এইবার। এইজন্য পাইয়াছিল স্কচ পুরস্কার, সেরা দুর্নীতিবাজ পশ্চিমবঙ্গ সরকার।‘ 

এদিকে, আইনি জট কাটিয়ে আগামি দুই মাসের মধ্যেই এসএসসি (SSC) নিয়োগ শুরু হবে। বিধানসভায় শিক্ষা দফতরের অবস্থান স্পষ্ট করে দিলেন মন্ত্রী ব্রাত্য বসু। পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা এই বিষয়ে শিক্ষা মন্ত্রীর থেকে  সরকারের অবস্থান জানতে চান। জবাবী ভাষণে ব্রাত্য বসু সম্প্রতি বলেন, ‘মামলার জট কাটিয়ে আগামি দুই মাসে ১৫ হাজার নিয়োগ এসএসসি-তে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CBI Investigation Group-D SSC recruitment Calcutta High Court
Advertisment