নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছে শিক্ষা সচিব মণীশ জৈনের নাম। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষক নিয়োগে কীভাবে দুর্নীতি হয়েছিল? কীভাবে ভুয়ো নিয়োগ হত? সূত্রের খবর, সেই সব তথ্যই মণীশ জৈনের কাছ থেকে জানতে চেয়েছিল সিবিআই। গত ১৫ জুন নিজাম প্যালেসে তাঁকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শিক্ষা সচিবের থেকে বেশ কিছু তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ওই মামলায় আরও আগ্রসর হতে এবার নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে বিকাশ ভবনে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সেই সব নথি খতিয়ে দেখে আবারও শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের সিবিআই তলব করতে পারে বলে সূত্রের খবর।
নিয়োগ দুর্নীতি মামলায় যে চার্জশিট কেন্দ্রীয় এজেন্সি আদালতে জমা করেছে তাতে শিক্ষা সচিব মণীশ জৈনের নাম রয়েছে। নিয়োগের জন্য ইন্টারভিউর আয়োজনের তালিকায় ছিলেন মণীশ জৈন। তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে যে, টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই ইন্টারভিউ নেওয়া হত। ইডি-র চার্জশিটে জানিয়েছে, মণীশ জৈন, শিক্ষা দফতরের আধিকারিক সুকান্ত আচার্য এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিষদীয় দফতরের একদা ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় সেই ইন্টারভিউ প্রক্রিয়ার তদারকি করতেন।
তবে কোনও রকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন মণীশ। দাবি করেছিলেন যে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তাঁকে নিয়োগের ইন্টারভিউ-র আয়োজন করতে বলেননি।