Advertisment

এবার CBI-এর বিরুদ্ধেই বিরাট নালিশ, মোদীকে কড়া চিঠি শুভেন্দুর

কেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজে ক্ষুব্ধ বিরোধী দলনেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
cbis reluctance to get the biggest beneficiary of the saradha chit fund scam suvendus letter to modi , এবার CBI-এর বিরুদ্ধেই বিরাট নালিশ, মোদীকে কড়া চিঠি শুভেন্দুর

শুভেন্দুর নিশানায় সিবিআই! কেন?

এবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। বাংলার বিরোধী দলনেতার অভিযোগ, সারদা চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তে 'বৃহৎ সুবিধাভোগী 'মমতাকে সমীহ করছে সিবিআই।

Advertisment

পাঁচ পাতার চিঠিতে শুভেন্দু প্রধানমন্ত্রীকে লিখেছেন, '২০১৪ সালে সারদা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছিল, যেহেতু এই মামলায় শাসকদলেরই বহু প্রভাবী জড়িত, তাই রাজ্য পুলিশকে এই মামলার তদন্তভার দেওয়া যাবে না। সেই সময় আশা করা হয়েছিল, এই মামলার মূলে যিনি বা যাঁরা আছেন, তাঁকে বা তাঁদের পদের তোয়াক্কা না করেই সিবিআই তদন্ত চালাবে এবং দোষীদের প্রকাশ্যে আনবে। কিন্তু তা হয়নি।'

বিরোধী দলনেতার সংযোজন, 'দুর্ভাগ্যজনক ভাবে সারদা মামলায় সবচেয়ে বেশি লাভ হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সারদার সঙ্গে মমতার যোগ ক্ষমতায় আসার আগের থেকেই। কিন্তু দেখা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে তদন্ত করার ব্যাপারে সিবিআই উদাসীন। সিবিআই কি তাঁর পদকে সমীহ করে চলছে? আর তাই কোনও তদন্ত হচ্ছে না তাঁর বিরুদ্ধে?'

ওই চিঠিতে শুভেন্দু অধিকারী কুণাল ঘোষের মন্তব্যের উল্লেখ করেছেন। তিনি লেখেন, 'এই মামলায় গ্রেফতার হওয়া এক সাংসদ মিডিয়ার সামনে গলা ফাটিয়ে বলেছিলেন, মমতাই সারদা কেলঙ্কারির সবচেয়ে বড় সুবিধাভোগী। তাও কেন সিবিআই তাঁর কথা শোনেনি?'

সিবিআই-ইডি সহ নানা কেন্দ্রীয় সংস্থাকে ব্যাবহার করছে বিজেপি। প্রায়ই এই অভিযোগ করে তৃণমূল সহ তামাম বিরোধী দল। এর আগে সিবিআই-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ বিরোধী নেতা।

আরও পড়ুন- কেষ্টর দিল্লি-যাত্রায় জট কাটল? CBI আদালতের নির্দেশে চর্চা তুঙ্গে

Saradha Scam West Bengal cbi Suvendu Adhikari Mamata Banerjee
Advertisment