Advertisment

কোটির টিকিট বিরাট ভাঁওতায় হাতায় কেষ্ট, লটারি-কাণ্ডে বিশাল 'জালিয়াতি' প্রকাশ্যে

অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে লটারি রহস্যের কিনারা করতে মরিয়া সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mandal asansol cbi court productin in cow smuggling case

অনুব্রত মণ্ডল।

প্রকৃত লটারি বিজয়ীকে টোপ দিয়ে টিকিট কিনেও কথা রাখেননি কেষ্ট, চাঞ্চল্যকর দাবি লটারিতে কোটি টাকা পাওয়া যুবকের বাবার। একই দাবি বোলপুরের লটারির ব্যবসায়ী বাপি গাঙ্গুলীরও। মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়েছিল অনুব্রতর লোকজন, আতঙ্কে সাতদিন এলাকাছাড়া ছিলেন প্রকৃত লটারি বিজয়ী যুবক ও তাঁর বাবা-দাদা।

Advertisment

অনুব্রত মণ্ডলকে ঘিরে লটারি রহস্য আরও গভীরে। ১ কোটি টাকার লটারির টিকিট কিনতে ডিল হয়েছিল ৮৩ লক্ষ টাকায়। বৃহস্পতিবার সিবিআই জিজ্ঞাসাবাদ পর্ব সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানিয়েছেন বোলপুরের লটারি ব্যবসায়ী বাপী গাঙ্গুলী। লটারির মাধ্যমে গরু পাচারের কালো টাকা সাদা করার বিরাট ছক কষেছিলেন অনুব্রত মণ্ডল, এমনই দাবি সিবিআইয়ের। লটারি রহস্যের কিনারা করতে কোমর বেঁধে তদন্ত চালাচ্ছে এই কেন্দ্রীয় সংস্থাটি।

অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে লটারি রহস্যের কিনারা করতে মরিয়া সিবিআই। এবার প্রকাশ্যে এল প্রকৃত লটারি বিজয়ীর নাম। বীরভূমের বোলপুরের শেখ নূর আলিই লটারিতে ১ কোটি টাকা পুরস্কার জিতেছিলেন। তবে তাঁর সেই টিকিট কার্যত কেড়ে নিয়েছিল অনুব্রত মণ্ডলের লোকজন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সিবিআইকে জানিয়েছেন শেখ নূর আলির বাবা। এরই পাশাপাশি লটারি রহস্যে বিস্ফোরক দাবি করেছেন বোলপুরের লটারি ব্যবসায়ী বাপী গাঙ্গুলীও।

আরও পড়ুন- নিয়োগ জট চরমে, এবার বিধানসভার মাধ্যমে আদালতে বিরাট আবেদন মুখ্যমন্ত্রীর!

বাপী গাঙ্গুলী এদিন দাবি করেছেন, ১ কোটি টাকার লটারি টিকিট অনুব্রত মণ্ডল জেতেননি, জিতেছিলেন শেখ নূর আলি। সেই টিকিট তাঁর কাছ থেকে ৮৩ লক্ষ টাকা ডিল করে কিনে নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরে সিবিআই ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়েছিল বাপী গাঙ্গুলী নামে ওই লটারি ব্যবসায়ীকে। তাঁর বয়ান এদিন রেকর্ড করা হয়েছে। তিনি জানান, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিশ্বজিৎ ব্যানার্জি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। লটারির টিকিট খতিয়ে দেখেছিলেন বাপী। তারপর ৮৩ লক্ষ টাকা ডিলের মাধ্যমে নূর আলির টিকিট চলে যায় অনুব্রত মণ্ডলের কাছে।

এদিকে, লটারিতে কোটি টাকা পুরস্কার পাওয়া শেখ নূর আলিকেও এদিন ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, তাঁরও বয়ান রেকর্ড করা হয়েছে। সিবিআই এদিন জিজ্ঞাসাবাদ করেছে শেখ নূর আলির বাবাকেও। জিজ্ঞাসাবাদ পর্ব সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ওই ব্যক্তি। তিনি জানিয়েছেন, ১ কোটির লটারির টিকিট তাঁর ছোট ছেলের কাছ থেকে ৮৩ লক্ষ টাকা দেবে বলে কেড়ে নিয়েছিল পার্টির লোকেরা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দিকে ৫-৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তবে বাকি টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি মিলেছিল বলে অভিযোগ ওই ব্যক্তির।

আরও পড়ুন- গেট টপকে, দরজা ঠেলে তুমুল বিক্ষোভ, উত্তাল বিশ্বভারতী, ১০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত উপাচার্য

আতঙ্কে তিনি তাঁর দুই ছেলেকে নিয়ে সাতদিন গ্রামছাড়াও ছিলেন বলে জানিয়েছেন। এদিকে অনুব্রত মণ্ডলের লটারি রহস্যের কিনারা করতে গিয়ে এক তৃণমূল পঞ্চায়েত প্রধান ভজার নাম উঠে এসেছে। কেষ্ট ঘনিষ্ঠ বিশ্বজিৎ ব্যানার্জি লটারির টিকিট কিনতে এই ভজার মাধ্যমেই শেখ নূর আলির কাছে পৌঁছোয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। প্রত্যেককেই এবার জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

anubrata mondal cbi West Bengal lottery
Advertisment