Advertisment

CBSE Class 10 Board Exam 2024: অভাবনীয় মানবিকতার অনন্য নজির! মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এই পুলিশকর্মী যা করলেন…

CBSE Class 10 Board Exam 2024: ওই পুলিশকর্মীর এমন নজিরবিহীন তৎপরতার ভূয়সী প্রশংসা চারিদিকে। ওই পরীক্ষার্থীর অভিভাবকরাও পুলিশের ওই কর্মীর এমন তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। পরীক্ষার্থীর মুখ থেকে এমন সমস্যার কথা শুনে যেন সাক্ষাৎ ভগবানের দূত হিসেবে তিনি দেখা দিয়েছিলেন। মাধ্যমকের ওই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারাও ওই পুলিশকর্মীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
CBSE class 10 Bord Exam 2024 candidates were transported examination center by policeman

CBSE Class 10 Board Exam 2024: পুলিশকর্মীর মানবিক মুখ।

CBSE Class 10 Board Exam 2024: আবারও পুলিশের মানবিক মুখ দেখল শহর কলকাতা। শুধু কলকাতাই নয়, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই পুলিশকর্মীর এমন মহানুভবতার কথা দিকে দিকে ছড়িয়ে পড়েছে। ট্রাফিক পুলিশের (Traffic Police) এক কর্মীর অভাবনীয় তৎপরতাকে কুর্ণিশ জানালেন এক মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকরা। এই ঘটনার পরে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারাও পুলিশের এই বেনজির প্রচেষ্টার প্রশংসা করেছেন।

Advertisment

CBSC বোর্ডের এক মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক পুলিশের এক কর্মী। পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে দেরি হওয়ায় নিজের বাইকে তিনি ওই পরীক্ষার্থীকে তাঁর পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছেন। সোমবার কলকাতার (Kolkata) নারায়ণপুরের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে রওনা দিয়েছিলেন।

তবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন অ্যাডমিট কার্ডটি তিনি বাড়িতে ফেলে এসেছেন। এরপর সেই অ্যাডমিট কার্ডটি (Admit Card) তিনি বাড়ি থেকে নিয়ে কৈখালি পর্যন্ত এসে পৌঁছে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

আরও পড়ুন- Sheikh Shahjahan-Calcutta High Court: আর পালিয়ে ‘বাঁচতে’ পারবে না শেখ শাহজাহান, বিরাট নির্দেশ হাইকোর্টের

এরপর বিষয়টি কৈখালি ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত বিধান নগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionerate) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পার্থ দত্তকে ওই পরীক্ষার্থী জানায়। তৎক্ষণাৎ এতটুকু সময় নষ্ট না করেই তিনি তাঁর নিজের বাইকে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেন।

আরও পড়ুন- Nusrat Jahan-Sandeshkhali: ‘দলের নির্দেশে কাজ করছি, কে কী বলল যায় আসে না’, সন্দেশখালি নিয়ে নুসরত

যদিও পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ১০.১৫। সেই সময় পেরিয়ে যাওয়ার ফলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপরই ওই পুলিশ অফিসার পার্থ দত্ত পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকদের গোটা ঘটনাটি জানান। শেষমেশ পরীক্ষার হলে ঢুকতে পারে ওই পড়ুয়া।

police CBSE West Bengal CBSE Board Exam
Advertisment