Advertisment

যাদবপুরে বসছে সিসি ক্যামেরা, কোথায় কোথায় নজরদারি? জানালেন উপাচার্য

হুঁশ ফিরছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের?

author-image
IE Bangla Web Desk
New Update
cctv will install in jadavpur university campus says new vc buddhadeb sau , যাদবপুরে বসছে সিসি ক্যামেরা জানালেন নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ

যাদবপুরের নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ।

স্ট্র্যাটেজিক পয়েন্ট চিহ্নত করা হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসছে সিসি ক্যামেরা। বুধবার এমনটাই জানিয়েছেন যাদবপুরের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ।

Advertisment

কোথায় কোথায় বসছে সিসি ক্যামেরা?

আপাতত সিসি ক্যামেরা বসতে চলেছে হস্টেলের সামনে মেন গেটে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু এলাকাকে সিসি ক্যামেরা লাগানোর জন্য চিহ্নিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর কোথায় কোথায় সিসি ক্যামেরা বসবে সে ব্যাপারে এক্সিকিউটিভ কাউন্সিলের বা ইসি বৈঠকের পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর জন্য ওয়েবেল-কে টেন্ডার জমা দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য।

এসবের পরই কিছুটা ক্ষুব্ধ হয়ে পড়েন উপাচার্য। তিনি বলেন, 'সব কিছু তো আর চুটকিতে হয় না। এতদিন তো যা যা হয়ে এসেছে, এখন আমি এসে একটা চুটকি মারব, আর সব ঠিক হয়ে যাবে, তা তো নয়। এখন দেখতে হবে সবটাই। সময় লাগবে।'

ইউজিসি নির্দেশ সত্ত্বেও কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও সিসি ক্যামেরা বসানো হয়নি? গত ৯ আগাস্ট রাতে হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার পর এই প্রশ্নই বারে বারে উঠেছে। বিশ্ববিদ্যালয় ক্য়াম্পাসে কোনও অপরাধ ঘটলে, তার দায় কার? তা নিয়েও জোর চর্চা। এই ইস্যুতে কার্যত বিভক্ত যাদবপুরের পড়ুয়ারা। একাংশ ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর বিপক্ষে সরব। রয়েছে পাল্টা মতামতও।

ছাত্র মৃত্যুর ঘটনার পর রাজ্য সরকারে তরফে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি নির্দেশিকা পাঠানো হয়েছে। এরপরই বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়। জানিয়েছিলেন রেজিস্ট্রার। অবশেষে সেই সিদ্ধান্ত কার্যকরের পথে।

Jadavpur University cctv Ju Student Death
Advertisment