Advertisment

'নতুন বছরে CBI-এর নেমত্তন্ন পাবেন দিদি', দিলীপ উবাচে গভীর আশঙ্কা তৃণমূলের

আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
central agencises should summoned Mamata Banerjee says Dilip Ghosh

Mamata-Dilip: ফের মুখ্যমন্ত্রীকে টিপ্পনি দিলীপ ঘোষের।

আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলবন্দি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কেও কেন্দ্রীয় সংস্থার তলব করা উচিত বলে মনে করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তাঁর কথায়, "দিল্লির মুখ্যমন্ত্রী ইডির ডাক পেয়েছেন। আমাদের দিদি কেন ডাক পাবেন না?" দিলীপ ঘোষের এই মন্তব্যে বিরাট আশঙ্কা তৃণমূলের।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

"নেতা-মন্ত্রী, বিধায়করা গিয়েছেন। দিল্লিতে দু'জন মন্ত্রী গিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রীও ডাক পেয়েছেন। আমাদের দিদি কেন ডাক পাবেন না। তাঁর এত গুণধর ভাই-বোন, বাড়ির লোক সবাই যদি ডাক পান…আসল জায়গাটা তো ওটাই। উনি কেন ডাক পাবেন না? এখন ডেকে সিবিআই চা খাওয়াক। কেমন চা দেখে আসুক।"

তিনি আরও বলেন, "আমার মনে হয় নতুন বছরে সেই সুযোগ আসবে। সিবিআইয়ের নেমত্তন্ন পাবেন দিদি। কেউ যেন বাইরে না থাকে। পার্থ-বালু বলছেন সব দিদি জানেন। ভাইরা দিদিকে ভালো করে জানেন। নতুন বছরের আগে আরও কিছু লোককে জেলের ভাত খেতে হবে।"

আরও পড়ুন- পাহাড়ঘেরা বাংলার এই গ্রাম যেন ফ্রেমবন্দি ছবি! হৃদয় জুড়নো পরিবেশে মন্ত্রমুগ্ধকর অনুভূতি!

এদিকে, দিলীপ ঘোষের এহেন মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল। দলের নেতা জয়প্রকাশ মজুমদার এবিষয়ে সংবাদমাধ্যমে বলেন, "বিজেপির বিভিন্ন নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী করবে তার আগাম পূর্বাভাস দিচ্ছেন। শুভেন্দু অধিকারী আগেই বলে দিচ্ছেন কার বাড়িতে কখন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যাবে। অনেক ক্ষেত্রে সেই পূর্বাভাস মিলেও যাচ্ছে। দিলীপবাবু বলছেন ইডির চিঠি পাবেন দিদি। এতে প্রমাণিত হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে দলীয় সংগঠনে পরিণত করেছে বিজেপি।"

আরও পড়ুন- দিন কয়েকেই বিরাট বদল আবহাওয়ায়! মাঠে মারা যাবে শীত?

West Bengal dilip ghosh cbi ED Mamata Banerjee
Advertisment