scorecardresearch

‘রাম ধোলাই’ নিদান, বাঙালি কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে হুলস্থূল

প্রশেনর মুথে বিজেপি সাংসদের শব্দচয়ন।

shantanu thakur mp bonga PHH ration card scam, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী রেশন কার্ড দুর্নীতি
প্রধানমন্ত্রী মোদী।

আবাস-তালিকা দুর্নীতি নিয়ে জোর চর্চা বাংলায়। অভিযোগের তীব্রতায় নড়েচড়ে বসেছে নবান্নও। অধিকাংশ বেআইনি কাজে তৃণমূল পঞ্চায়েত জনপ্রতিনিধিদের নাম উঠে এলেও বাদ নেই বিজেপির সদ্যরাও। হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছে পদ্ম শিবির। এর মাঝেই আবাস দুর্নীতিবাজদের নিয়ে শুভেন্দু অধিকারীর হুঙ্কারে উত্তাপ ছড়িয়ে। আর মঙ্গলবার আবাস ইস্যুতে ‘রামধোলাই’য়ের নিদান দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার?

শিক্ষক নিয়োগের পাশাপশি পশ্চিবঙ্গে আবাস কেলেঙ্কারি নিয়ে বিরোধী বিজেপির নিশানায় তৃণমূল। বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন গেরুয়া নেতা, কর্মীরা। পঞ্চায়েতের আগে এই ইস্যুকেই অবশ্য বড় করে মানুষের সামনে তুলে ধরতে মরিয়া। বুধবার বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম-মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রামধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’

আবাস দুর্নীতির তদন্তেও সিবিআই দাবি করেছেন সুভাষ সরকার। তিনি বলেছেন, ‘শিক্ষক নিয়োগের থেকে আবাস কেলেঙ্কারি কম কিছু নয়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে মানুষ সিবিআই চেয়েছিল বলেই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার আবাস দুর্নীতির তদন্তেও মানুষ সিবিআই চাইবে।’

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্য়ের নিন্দায় সরব তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘এই কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সুপারিশেই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার পরিবারের সদস্য কল্যাণী এমসে নিয়ম বহর্হিভুতভাবে চাকরি পেয়েছেন। সেই তিনিই আবার দুর্নীতি কথা বলছেন? বিজেপি বরাবরই হিংসার রাজনীতি করে এসেছে। ওদের নেতারা কখনও বলেছে বুকে পা তুলে দেওয়ার কথা বলে, ত্রিশূলে রক্ত মাখানো, থানা জ্বালানোর কথা বলেছেন। এবার সেই ভাষাতেই কেন্দ্রীয় মন্ত্রী কথা বললেন, এটা লজ্জার।’

আরও পড়ুন- বঙ্গ রাজনীতির চর্চায় বন্দে-ভারত, পারস্পরিক দাবিতে জোর সংঘাতে তৃণমূল-বিজেপি

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Central eduactioon minister of state subhas sarka ramdholai pradhan mantri awas yojana