Advertisment

হনুমান জয়ন্তী: শেষ পর্যন্ত রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী, অশান্তি রুখতে আর কী পদক্ষেপ নবান্নের?

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই...

author-image
IE Bangla Web Desk
New Update
central force will be deployed in Bengal on Hanuman Jayanti decision by nabanna , হনুমান জয়ন্তী: শেষ পর্যন্ত রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী, আশান্তি রুখতে আর কী পদক্ষেপ নবান্নের?

হনুমান জয়ন্তীতে রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মানছে রাজ্য সরকার। হনুমান জয়ন্তীতে বাংলায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নবান্ন। হাওড়া, হুগলি ও কলকাতায় এই তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।

Advertisment

বুধবার নাবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। সেখানেই রাজ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এছাড়া অশান্তি রুখতে বেশ কয়েকটি নির্দেশ জারির পথে রাজ্য প্রশাসন। স্থির হয়েছে, হনুমান জয়ন্তীর কোনও মিছিলে ১০০ জনের বেশি লোক থাকতে পারবে না। স্পর্শকাতর এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা।

পশ্চিমবঙ্গে অশান্তি বন্ধে রাজ্য সরকারকে এদিনই কর্তব্য স্মরণ করিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়েছেন, মানুষের নিরাপত্তা ও আস্থার থেকে বড় কিছু হতে পারে না। এই দুটি সুনিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে রাজ্যকে। নুমান জয়ন্তী উপলক্ষে কোথাও হিংসার সম্ভাবনা থাকলে রাজ্য সরকারকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে সঙ্গে সঙ্গে সাহায্য করতে হবে কেন্দ্রকে। আদালত আরও বলেছে, মানুষের মনে আস্থা ফেরাতে হিংসা কবলিত এলাকায় পুলিশ ও আধাসেনার রুট মার্চ অত্যন্ত দরকারি।

শান্তি শৃঙ্খলা রক্ষায় যে কোনও মিছিল যে কোনও জায়গায় থামিয়ে দেওয়ার অধিকার পুলিশের রয়েছে বলেও জানিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, মিছিলের শুরু ও শেষ নির্ঘণ্ট মেনে করতে হবে। অশান্তির সম্ভাবনা থাকলে পুলিশকে আগে থেকে রাস্তার পাশে ব্যারিকেড দিতে হবে। লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা।

এসবের পরই বৈঠক হয় নবান্নে। সেখানেই বাংলার তিন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়।

hanuman jayanti West Bengal Mamata Government Central Force
Advertisment