Advertisment

বিস্তর অভিযোগের মাঝেই সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, নদিয়ায় কড়া পদক্ষেপ

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় 'অসন্তুষ্ট' বিরোধী দলনেতা। আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
New Update
central forces fired nadia , বিস্তর অভিযোগের মাঝেই সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, নদিয়ায় কড়া পদক্ষেপ

কেন্সদ্ত্ত্বেরীয় বাহিনী থাকলেও ভোটের দিনই বাংলায় নিহত ১২।

বেলায় নদিয়ার হরিণঘাটার ফতেপুরের বৈতাড়া এলাকায় ভোট কর্মীদের সঙ্গে তৃণমূলের ঝামেলা হয়। সেইসময়, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ঘটনার প্রতিবাদ করেন। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। গুলি চালানোরও অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হন হামজার আলি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয়। এই ঘটনায় সরগরম হয় হরিনঘাটা। এরপ কয়েক ঘন্টার মধ্যেই জেলারই হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে। যার জেরে আতঙ্কে ভোট দিতে যেতে পারছিলেন না এলাকাবাসী। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথকেন্দ্রে পাঁচ রাউন্ড গুলি চালান জওয়ানরা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এই গুলিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

Advertisment

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় 'অসন্তুষ্ট' বিরোধী দলনেতা। আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালত অবমাননার কথা উল্লেখ করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারকে। বিএসএফের ইনস্পেক্টর জেনারাল আইজি এবারের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার।

আরও পড়ুন- কমিশন দফতরে তুলকালাম, বিজেপির যুব নেতাকে চ্যাংদোলা করে বার করল পুলিশ

আরও পড়ুন- ‘আর কত রক্ত চাই? সন্ধ্যায় কমিশনে তালা ঝোলাব’, ফোনে কমিশনার রাজীবকে হুঁশিয়ারি শুভেন্দুর

বিরোধীদের দায়ের করা মামলার প্রেক্ষিতে এবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কমিশনকে নির্দেশি দজিয়েছিল আদালত। যা নিয়ে চালবাহানাও হয়েছিল বিস্তর। রাজ্য সরকার রাজ্যের পুলিশ দিয়েই ভোটের পক্ষে ছিল। বাহিনী মোতায়েনের পরও বাংলায় একের পর এক খুনের ঘটনা ঘটল, কেন্দ্রীয় বাহিনী কোথায়?‌ প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। বেলডাঙা দু’নম্বর ব্লকের রেজিনগর থানার নাজিরপুরে ইয়াসিন শেখ নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বাম–কংগ্রেস জোটের বিরুদ্ধে। রেজিনগর, তুফানগঞ্জ এবং খড়গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করার অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট পর্যন্ত করা হয়েছে।

টুইটে লেখা রয়েছে, 'শিউরে ওঠার মতো একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনায় ভোটারদের মধ্যে শকওয়েভ কাজ করছে। রেজিনগর, তুফানগঞ্জ, খড়গ্রামে তিনজন দলীয় কর্মী খুন হয়েছেন। ডোমকলে গুলিতে দুই তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন।'

panchayat election 2023 Nadia Central Force
Advertisment