এবার আরও চাপে রাজ্য সরকার। কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্র। শুক্রবারই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে মোদী সরকার। কেন্দ্র আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করায় স্বাভাবিকভাবেই এরাজ্যে আরও চাপে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের পারদ আরও চড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বকেয়া ডিএর দাবিতে একটানা আন্দোলন চললেও নাছোড় রাজ্য। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবারই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ৪২ শতাংশ। মোদী সরকারের এই সিদ্ধান্তের জেরে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও উপকৃত হবেন। তবে বর্ধিত হারে ডিএ দিতে কেন্দ্রের আরও ১২ হাজার ৮১৫ কোটি টাকা খরচ হবে।
আরও পড়ুন- পুলিশকর্তা জাহিরে বধূকে চাকরির টোপ-ধর্ষণ, অভিযুক্তের আসল পরিচয় জেনে হতবাক নির্যাতিতা!
এদিকে, ফের এক দফায় কেন্দ্র ডিএ বৃদ্ধি করায় চাপে পড়ে গেল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হল ৩৬ শতাংশ। ডিএ-র দাবিতে কলকাতার ধর্মতলার শহিদ মিনার চত্বরে একটানা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্চেন সরকারি কর্মচীরাদের যৌথ সংগ্রামী মঞ্চ। চলছে অনশন কর্মসূচিও। ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। তবে সেই মামলার এখও চূড়ান্ত শুনানি হয়নি।
ওয়াকিবাহল মহলের ধারণা, কেন্দ্রের ডিএ বৃদ্ধির এই ঘোষণার ফলে এরাজ্যের আন্দোলরত সরকারি কর্মচারীদের হাতে নতুন অস্ত্র পেয়ে গেলেন। কেন্দ্র-রাজ্য ডিএ-র বিস্তর ফারাক নিয়ে আন্দোলনের ঝাঁঝ তাঁরা আরও বাড়াবেন বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। সরকারি কর্মীদের একাংশের সেই ক্ষোভ সামাল দিতে রাজ্যকে এবার আরও বেগ পেতে হবে বলে আশঙ্কা অনেকের।