এবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে শুক্রবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর সরকারি সভা থেকে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নজিরবিহীন অভিযোগকে তুমুল কটাক্ষ বিজেপির।
শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদী ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন শেষে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জের ভাঙন রোধে রাজ্যের তরফে ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এরই পাশাপাশি গঙ্গা পাড়ে বসবাসকারী পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরে যেতে আবেদন করেছেন। এরপরেই এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর গলায়। রাজনৈতিক উদ্দেশ্যেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা আটকে রেখেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রীর তোপ, "ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৭ হাজার কোটি টাকা। চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে টাকা দেবে না বলছে। বাংলা বিজেপির বিরুদ্ধে লড়াই করে বলেই টাকা না দেওয়ার ছক।" এরই পাশাপাশি এদিন ফের একবার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ঘূর্ণিঝড় ‘মোচা’র চোখরাঙানি! বাংলার আবহাওয়ায় বিরাট বদল, রইল লেটেস্ট আপডেট
বিজেপি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বলে আবারও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপ্রসঙ্গে গেরুয়া দলকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, "কথায়-কথায় ইডি, সিবিআই পাঠাচ্ছে। অফিসাররা যদি বলেন কিছুই তো পেলাম না। ওরা বলে ধামাকা কর দো। আরে ভাই রাম কা নাম বদনাম মত করো। এজেন্সি দিয়ে কিছু করতে পারবে না।"
আরও পড়ুন- দুর্নীতির তদন্তে জাল গোটাচ্ছে ED! শান্তনু ঘনিষ্ঠকে টানা প্রশ্নে বিস্ফোরক তথ্য
এদিকে মুখ্যমন্ত্রীর বিজেপির সমালোচনা করে মন্তব্যের পাল্টা মুখ খুলেছে গেরুয়া দলও। বিজেপি নেতা রাহুল সিনহা এদিন সংবাদমাধ্যমে বলেন, "যে মমতা রামের নাম শুনলেই রেগে যেতেন, তাঁর মুখেই রামের নাম। বিনা কারণে সিআইডি লাগিয়ে দিচ্ছে। প্রতিটি সিআইডির কেস কোর্ট খারিজ করে দিয়েছে। বেআইনিভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিআইডিকে কাজে লাগায়। বিচারপতির আদেশে যদি এজেন্সি ঘোরে, তাহলে বিচার ব্যবস্থাকে বলুক। চব্বিশের আগেই টাকা দেবে কেন্দ্র। হিসাব দিন, পুরো টাকা দেবে। হিসাব না দিলে আঠাশ সাল হয়ে গেলেও টাকা দেবে না।"