জোর বদলা নিল তৃণমূল। গত ৩১ ডিসেম্বর শীতলকুচির লালবাজার এলাকায় তৃণমূলের স্থানীয় অঞ্চল কমিটির দুই পদাধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলবদলুদের হাতে পদ্ম পতাকা তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। ঘটনার পর ৭২ ঘন্টাও পুরোপুরি কাটেনি। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন খোদ নিশীথ প্রামানিকেরই দুই ভাই।
বুধবার বিজেপি ছেড়ে নিশীথ প্রামানিকের দুই তুতো ভাই সুনীল ও জগদীশ বর্মন যোগদান করেছেন রাজ্যের শাসক দলে। তাঁদের হাতে ঘাস-ফুলের পতাকা ধরিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এরপরই উদয়ন বলেছেন, 'বিজেপি মানুষের হয়ে কোনও কাজ করে না। তাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দুই তুতো ভাই তৃণমূলে যোগ দিলেন।'
সদ্য তৃণমূলে নাম লেখানো কেন্দ্রীয় মন্ত্রীর ভাই সুনীল বর্মন বলেছেন, 'বিজেপিতে থেকে মানুষের কাজ করতে পারছিলাম না। দলে যোগ্য সম্মানও পাচ্ছিলাম না। তাই তৃণমূলে যোগ দিলাম।' যার প্রেক্ষিতে উদয়ন গুহ বলেন, 'অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখলে এমনই হয়।' সুনীল ও জগদীশ বর্মনের বাড়ি দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।
এই শিবির বদল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের রাজনীতিতে। লোকসভা ভোট যত এগিয়ে আসবে এই ধরণের ঘর ভাঙনের ঘটনাও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।