Advertisment

বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ, মত রাজ্যের শীর্ষ আমলার

রাজ্যে লকডাউন মানা হচ্ছে না। এই অভিযোগেই আগামী তিন দিনের মধ্যে বাংলায় কেন্দ্রীয় দল পাঠাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্যে লকডাউন মানা হচ্ছে না। এই অভিযোগেই আগামী তিন দিনের মধ্যে বাংলায় কেন্দ্রীয় দল পাঠাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের সাত জেলার কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের করোনা পরিস্থিতি 'গুরুতর' বলে মনে করছে মোদী সরকার। কেন্দ্রীয় দল প্রসঙ্গে রাজ্য প্রসাসনের এক শীর্ষ আমলা বলেন, 'ওদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই কেন্দ্রীয় সব নির্দেশ বলবৎ করা হচ্ছে। তারপরও এই পদক্ষেপে স্পষ্ট যে, আসলে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র।'

Advertisment

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে উল্লেখ, 'অভিযোগ মিলেছে যে, দেশের বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, পারস্পরিক দূরত্ব মানা হচ্ছে না, গণবন্টন ব্যবস্থাও সচল নয়। ওইসব জেলায় কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া লকডাউন গাইডলাইন মানা হচ্ছে না। যা খুবই ঝুঁকিপূর্ণ। নির্দেশ না মানলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। একবার সংক্রমণ ছড়ালে তা নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়বে। জনস্বার্থেই কঠোরভাবে লকডাউন পালন করতে হবে। হটস্পট এলাকায় পরিস্থিতি পর্যালোচনা করে স্পষ্ট যে, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের পরিস্থিতি বিশেষ গুরুতর।'

আরও পড়ুন- রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, নবান্নে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

এরপরই কেন্দ্র দুটি দল আন্তঃমন্ত্রক দল গঠনের কথা জানায়। এই দলের সদস্যরা করোনা সংক্রমণে বিশেষ গুরুতর ওইসব জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। রাজ্যে সরকারকে প্রয়োজনীয় প্রতিকার দেওয়ার চেষ্টা করবে ও কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে।

কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই নবান্নকে চিঠি দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় দল বাংলায় আসবে বলে জানানো হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, রাজ্য়ে দুটি দল আসবে। প্রথম দলটির নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র। প্রথম দলটি কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনার অবস্থা খতিয়ে দেখবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত জোশীর নেতৃত্বাধীন দ্বিতীয় দলটি জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal Lockdown
Advertisment