পশ্চিমবঙ্গে করোনভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করার পর উত্তরবঙ্গে লকডাউন আরও কঠোরভাবে কার্যকর করার পরামর্শ দিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল শুক্রবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে জানতে চায় করোনা রোগীদের চিকিৎসা পরিস্থিতি। এছাড়াও করোনায় এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে রাজ্যে ডেথ কমিটির থেকে সেই রিপোর্টও চাওয়া হয়েছে।
এদিকে বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে বারংবার পত্র যুদ্ধে লিপ্ত হচ্ছে কেন্দ্র-রাজ্য। শুক্রবারের পর শনিবারও পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেন এ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র।
আরও পড়ুন: বাংলার মুখ্যসচিব সাংবাদিক বৈঠক না করে লিখিত জবাব দিন, ফের পত্রাঘাত কেন্দ্রীয় দলের প্রধানের
এদিন মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় দলের প্রতি রাজ্য সরকারের চরম অসহযোগিতার অভিযোগের কথা লেখা হয়েছে। এছাড়া ২২ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে তার উত্তরও এখনও পাওয়া যায়নি এমন অভিযোগও করা হয় কেন্দ্রীয় দলের পক্ষ থেকে। সিনিয়র আধিকারিক বিনীত জোশীর নেতৃত্বাধীন উত্তরবঙ্গ পরিদর্শনকারী দলটি রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের উল্লেখ করেছেন। আরও বেশি সংখ্যক ফিল্ড অফিসার নিয়োগের দাবিও জানানো হয়েছে ওই চিঠিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন