Yaas in Bengal: ইয়াস বিধ্বস্ত বাংলার পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে কেন্দ্রীয় দল। তিন দিনের সফরে ৭ সদস্যের এই দল বাংলার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবে। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এসকে শাহি এই দলের নেতৃত্বে। রবিবার তাঁরা দক্ষিণ ২৪ পরগনা যাবেন, সোমবার যাবেন পূর্ব মেদিনীপুর। ৯ জুন দিল্লি ফিরে রিপোর্ট দাখিল করবে এই কেন্দ্রীয় দল। এমনটাই নবান্ন সূত্রে খবর।
তবে শুধু এলাকা পরিদর্শন নয়, সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের সঙ্গেও কথা বলবে এই কেন্দ্রীয় দল। রাজ্য ছাড়ার আগে অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এদিকে, তীব্র দহন থেকে মুক্তি কবে?
আগামী ১১ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবেই রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই রাজ্যে বর্ষা ঢুকবে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরেই রাজ্যে বর্ষার প্রবেশ ঘটবে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, শনিবার রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিহতে পারে।
অলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতায় পাকাপাকি বর্ষা আসতে পারে ১২ই জুনের পর। মহানগরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন