শঙ্খধ্বনির মাধ্যমে কলকাতার ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানের শুরু। এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ শহর কলকাতার প্রাণকেন্দ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তদের ভিড় শীতের ব্রিগেডে। গীতা পাঠের মঞ্চে দ্বারকার শঙ্করাচার্য থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাধু-সন্তরা।
Advertisment
বেলা ১২.২০ মিনিটে শঙ্খধ্বনির মাধ্যমে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ গীতার ৫টি অধ্যায় পাঠ ব্রিগেডে। ময়দানে উপচে পড়া ভিড় সাধু-সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিজেপি নেতাদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গীতা পাঠের এই অভূতপূর্ব ঐতিহাসিক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন কাতারে-কাতারে মানুষ।
কলকাতায় গীতা পাঠের নজরকড়া এই উদ্যোগে সামিল হতে না পারলেও অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়োজকদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নমো। রবিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছিল ব্রিগেডের ময়দান।
বেলা বাড়তেই কুয়াশার চাদর কিছুটা সরে যায়। এদিন হাওড়া ও শিয়ালদহে স্টেশন বিপুল ভিড় চোখে পড়েছে। পুরুষদের পাশাপাশি লাল পাড় ও সাদা শাড়িতে অগমিত মহিলাদেরও ব্রিগেডমুখী হতে দেখা গিয়েছে। রাজ্য বিজেপির তাবড় নেতৃত্বকে এদিন ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠানে সামিল থাকতে দেখা গিয়েছে।