সপ্তাহের প্রথম দিন। তৃণমূল ছাত্র পরিষদের মেগা সমাবেশ ঘিরে মোয়ে রোডে জনসমাবেশ ঘটেছে। মিছিলের পর মিছিল কলকাতায়। ফলে মধ্য কলকাতা অবরুদ্ধ। একদিকে রোদ, অন্যদিকে যানজট। যার জেরে নাজেহাল মানুষ।
তৃণমূল ছাত্র পরিষদের মিছিল গিয়েছে সেনট্রাল অ্যাভিনিউ, এসএন বানার্জি রোড দিয়ে। সেই কারণে মধ্য কলকাতার এক বিস্তীর্ণ অঞ্চল সকাল থেকেই যানজটে আটকে যায়। হাজরা, ভবানীপুর, চৈরঙ্গী, শিয়ালদহ, মৌলালি, পার্ক সার্কাস, আসহার্স্ট স্ট্রিট, বৌবাজার, এই সব অ়্চলে ট্রাফিক রীতিমতো দাঁডিয়ে যায়। সপ্তাহের একেবারে প্রথম দিতে অফিস পৌঁছতে গিয়ে হিমশিম খেতে হয় নিত্য়য়াত্রীদের।
ক্রিক রোতে আটকে যাওয়া এক নিত্য য়াযাত্রী অপালা ঘোষ বলেন, 'সপ্তাহের প্রথম দিয়ে এ ভাবে অফিস ঠেতে দেরি হলে যারপরনাই অসুবিধেয় পডতে হয়। বিকেলের দিকে হলে তাও মেনে নেওয়া যায় কিন্তু এক্কেবারে সকালে মিছিল করে শহর আটকে দেওয়ার মানে হয় না।'
শ্য়ামনগরের বাসিন্দা শৌভিক হাঁসদার বলেন, 'ছাত্র পরিষদের জন্ম দিবস ছিল রবিবার ছিল। ওই দিন সভা না করে এ ভাবে কাজের দিনে সভা করার কোনও মানেই নেই। এ জিনিস যে কোনও সভ্য় শহরে বন্ধ হওয়া উচিত।