কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের দুই সাংসদ ও দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কল্যাণী থানায় ৮ জনের বিরুদ্ধে এইআইআর দায়ের হলেই তদন্তে নেমেছে সিআইডি। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূযা ও বাঁকুড়ার বিধায়কের কন্যাকে জিজ্ঞাসাবাদও করেছে রাজ্যের গোয়েন্দারা। যা নিয়েই সরব বিধায়ক বঙ্কিম ঘোষ। বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরাতেই মমতা সরকারের এটা বড় ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। পদ্ম বিধায়কের সাফ দাবি, এইমসে পুত্রবধূর চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি কোনও প্রভাব খাটাননি, যদি কোনও বেনিয়ম হয় তবে তার দায় নিয়োগকারী বেসরকারি সংস্থাকেই নিতে হবে।
শনিবার চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, 'অভিযোগ হয়েছে, তদন্ত হবে। আদালত যে নির্দেশ দেবে তা মেনে নিতে হবে। তবে অভিযোগ ভিত্তিহীন ও গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র।'
প্রভাব খাটিয়ে এইমসে চাকরি পেয়েছেন এ রাজ্যের দুই বিজেপি বিধায়কের নিকট আত্মীয়। প্রতিবাদে কল্যাণী থানায় বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ ও কল্যাণী এইমসের এক্সেকিউটিভ ডিরেক্টর রামজি সিং সহ মোট ৮ জনের বিরুদ্ধে এইআইআর করেন শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি।
সত্যি কী কল্যাণী এইমসে চাকরির জন্য কোনও পরীক্ষা বসেননি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ? নিয়োগপত্র না পেয়েই কাজে যোগ দিয়েছিলেন তিনি? জবাবে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, 'গত ডিসেম্বরে আমার পুত্রবধূ এইমসের জন্য বেসরকারি ঠিকাদারি সংস্থার তরফে নেওয়া পরীক্ষায় বসেছিলেন। তারপরই ওই সংস্থার তরফে ফোনে বউমাকে এইমসে কাজে যোগ দিতে বা হয়। তখন কোনও নিয়োগপত্র দেওয়া হয়নি। বলা হয় ডাইরেক্ট জয়েনিং। মার্চে কাজে যোগ দেয়। গত ১০ জুন বৌমা এইমসে কাজের নিয়োগপত্র পেয়েছেন। এবার কেন নিয়োগপত্র দেওয়ার আগেই জয়েন করতে বলা হল বা পরীক্ষায় কী হয়েছিল তার উত্তর দেওয়ার দায় ওই বেসরকারি সংস্থার। এইটুকুনি বলতে পারি যে, আমি এইমস পরিচালনার সঙ্গে যুক্ত নই, ফলে প্রভাব খাটানোর কোনও প্রশ্নই ওঠে না।'
হঠাই এই নিয়োগ নিয়ে কেন সক্রিয় সিআইডি? বিজেপি বিধায়কের দাবি, 'গোটাটাই ষড়যন্ত্র। আমি যেহুতে বজেপি করি তাই আমার বৌউবাম নিয়োগ ঘিরে প্রশ্ন তোলা হচ্ছে। এইভাবে রাজ্যের শিক্ষক নিয়েগ দুর্নীতি থেকে নজর ঘোরাতে মরিয়া মমতা সরকার। কিন্তু, সবকিছু এত সোজা নয়।'
এই মামলায় শুক্রবারই বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি গোয়েন্দারা। কল্যাণী এইমস দুর্নীতির অভইযোগকে পাত্তা দিতে নারাজ বঙ্গ বিজেপি।