পূর্বাভাস সত্যি করে বাঙালির প্রাণের উৎসবেও তাণ্ডব চালাচ্ছে অসুররূপী বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অষ্টমীর রাতেও বৃষ্টি হয়েছে। অষ্টমীর পর এবার নবমীর সকাল থেকেই মেঘলা আকাশ। আজও সন্ধে নামলেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আজ মহানবমী। পুজো শেষের পথে। নবমীর দিনভর উৎসবের আনন্দে গা ভাসাতে তৈরি বাঙালি। এর আগে দুর্গাপুজোর প্রতিটি দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। যদিও সেই পূর্বাভাসের তোয়াক্কা না করেই মণ্ডপে-মণ্ডপে ঢল নামে দর্শনার্থীদের। অষ্টমীর পর নবমীর সন্ধেতেও তুমুল বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ নবমীর সন্ধে থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
আরও পড়ুন- দুই বন্ধুর প্রয়াসে জেনেভায় প্রথম সর্বজনীন দুর্গাপুজো, বাঙালি মেজাজে আড্ডায় মেতে প্রবাসীরা
আজ নবমীর সন্ধে থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারো ঝোড়ো হাওয়া। আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।
এবছর দুর্গাপুজোর সপ্তমী থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস সত্যি করে সপ্তমীর সন্ধেয় বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে সপ্তমীর রাতে। অষ্টমীর দিনভর বৃষ্টি না হলেও রাত থেকে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অষ্টমীর পর এবার নবমী নিশিতেও বৃষ্টির ভ্রুকূটি।