বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্যে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে ভ্যাপসা গরম থাকলেও বিকেলের দিকে ঝড়-বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। শনিবার থেকে দুর্যোগ খানিকটা কমতে পারে। মাঝের রবি ও সোমবার তাপমাত্রা খানিকটা বাড়লেও আগামী মঙ্গলবার থেকে ফের এক দফায় রাজ্যে ঝড়-বৃষ্টির নতুন স্পেল শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর অস্বস্তিকর আবহওয়া থাকলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে একাধিক জেলায়। শুক্রবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে।
আরও পড়ুন- শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল, এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। এদিন কোচবিহার ও আলিপুদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও বাকি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধেয় ঝড়-বৃষ্টির জেরে এমনিতেই কলকাতার তাপমাত্রা কিছুটা নেমেছে। তবে শুক্রবার বেলা বাড়তেই অস্বস্তিকর গরম বাড়বে। দিনভর এই পরিস্থিতি বহাল থাকলেও বিকেল বা সন্ধের দিকে শুক্রবার ফের একবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহেই আন্দামানে বর্ষা ঢুকছে। এবছর কেরলে বর্ষা ঢুকবে আগামী ৪ জুন। কেরলে এবছর বর্ষার আগমনে দিন তিনেক দেরি হবে। স্বভাবতই বাংলাতেও তার প্রভাব পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদদের কেউ কেউ। কেরলে বর্ষা ঢোকার এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গেও ঢুকে পড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে এবার দক্ষিণের রাজ্যেই বর্ষার আগমনে দেরি হওয়ায় এরাজ্যে বর্ষার আগমন দিন কয়েক পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।