scorecardresearch

আজও তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী!

বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্যে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা।

west bengal weather forecast 22 may 2023
প্রতীকী ছবি।

বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্যে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে ভ্যাপসা গরম থাকলেও বিকেলের দিকে ঝড়-বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। শনিবার থেকে দুর্যোগ খানিকটা কমতে পারে। মাঝের রবি ও সোমবার তাপমাত্রা খানিকটা বাড়লেও আগামী মঙ্গলবার থেকে ফের এক দফায় রাজ্যে ঝড়-বৃষ্টির নতুন স্পেল শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর অস্বস্তিকর আবহওয়া থাকলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে একাধিক জেলায়। শুক্রবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে।

আরও পড়ুন- শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল, এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু

উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। এদিন কোচবিহার ও আলিপুদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও বাকি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধেয় ঝড়-বৃষ্টির জেরে এমনিতেই কলকাতার তাপমাত্রা কিছুটা নেমেছে। তবে শুক্রবার বেলা বাড়তেই অস্বস্তিকর গরম বাড়বে। দিনভর এই পরিস্থিতি বহাল থাকলেও বিকেল বা সন্ধের দিকে শুক্রবার ফের একবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহেই আন্দামানে বর্ষা ঢুকছে। এবছর কেরলে বর্ষা ঢুকবে আগামী ৪ জুন। কেরলে এবছর বর্ষার আগমনে দিন তিনেক দেরি হবে। স্বভাবতই বাংলাতেও তার প্রভাব পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদদের কেউ কেউ। কেরলে বর্ষা ঢোকার এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গেও ঢুকে পড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে এবার দক্ষিণের রাজ্যেই বর্ষার আগমনে দেরি হওয়ায় এরাজ্যে বর্ষার আগমন দিন কয়েক পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Chance of stormy rain in several districts of west bengal