Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সুখবর। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার আমূল বদলের পূর্বাভাস। জেলায়-জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির হাত ধরে খানিকটা হলেও লাগাম পরতে পারে অস্বস্তিকর ভ্যাপসা গরমে। দক্ষিণবঙ্গের বৃষ্টির এই স্পেল কতদিন? আবহাওয়া দফতেরর পূর্বাভাসে স্বস্তির ছাপ।
এবছর উত্তরবঙ্গের জেলাগুলি বর্ষার স্বাভাবিক বৃষ্টি পেলেও বরুণদেবের কৃপা থেকে অনেকাংশেই বঞ্চিত থাকতে হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবছর বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। সেই ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন না আবহাওয়াবিদরাও। ভরা ভাদ্রে ভ্যাপসা গরমে এখন জেরবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে আজ থেকে পরিস্থিতির বদলের পূর্বাভাস। প্রবল বৃষ্টির জোরালো ইঙ্গিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন- Exclusive: খুল্লমখুল্লা কথায় পরপর বোমা ফাটালেন কৌস্তভ! ‘শেষ দেখে ছাড়ব’, বিস্ফোরক যুবনেতা
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে ৬ জেলায় হতে পারে ভারী বৃষ্টি। এই পর্বে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। কমবে তাপমাত্রা।
আজই দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলার বেশ কিছু অংশে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, কলকাতা শহরে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেক মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- গতকাল অভিষেকের সভামঞ্চে ছিলেন তিনি, রাত পোহাতেই বিজেপিতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক
এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির হাত ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে তপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।