ফের মুখোমুখি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। আগামী ১৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বিধানসভার ঘরে তথ্য কমিশনার ঠিক করা নিয়ে বৈঠক। সেই বৈঠকেই আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়।
আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তথ্য কমিশনার ঠিক করতে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে নিয়ম অনুযায়ী থাকার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।
সেই কারণেই নিয়ম মোতাবেক বিরোধী দলনেতাকে আগামী ১৫ তারিখের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। ওই দিন বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ওই বৈঠক হবে। তবে শুভেন্দু অধিকারী ওই বৈঠকে যাবেন কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন- সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে চাকরি যাওয়া Group-D কর্মীরা
উল্লেখ্য, তথ্য কমিশনার হিসেবে এর আগে একটি নাম চূড়ান্ত করে ফেলেছিল রাজ্য সরকার। তবে সেই নাম নিয়ে আপত্তি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। তথ্য কমিশনারের নামে আপত্তি থাকার কথা সেই সময়ে ধনকড়কে জানিয়েছিলেন শুভেন্দু।
আরও পড়ুন- জেলে বসে বীরভূম কন্ট্রোল কেষ্টর? ‘সব জানে CBI’, বিতর্ক বাড়ালেন দিলীপ
এই নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ ও বিরোধী দলনেতার সম্মিলিত আলোচনার মাধ্যমেই তথ্য কমিশনারের নাম চূড়ান্ত করা হয়। সেই কারণেই আগামী বুধবারের বৈঠক নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়েছে।