/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Rainfall-in-Kolkata.jpg)
West Bengal Weather Today: বৃষ্টিস্নাত কলকাতা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
WB Weather Forecast: রাতভর বৃষ্টি শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির জেরে ফের একবার জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে নিচু এলাকাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই দফায়-দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনই যাবে না। বরং বৃষ্টির দাপট আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তুমুল বৃষ্টি চলবে আজও।
তবে তুলনামূলকভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
আরও পড়ুন- Sundarban-Royal Bengal Tiger: সুন্দরবনে প্রকাণ্ড বাঘের মুখে পর্যটকরা! পরের ঘটনা জানলে…
এদিকে একটানা দফায় দফায় ভারী বৃষ্টির জেরে নতুন করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পুরসভা, পঞ্চায়েতগুলিকে সতর্ক করা হয়েছে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে। নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ব্যাপক বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়েই নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে আরও কয়েকদিন।