ফের এক দফায় উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। মুষলধারে এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এরই সঙ্গে অতি বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরও বেড়ে যেতে পারে। সব মিলিয়ে ফের একবার বর্ষার ভয়াল রূপ দেখতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলা। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢুকেছে দক্ষিণে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছর বর্ষার বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। মাঝে কয়েক পর্বের টানা বৃষ্টিতেও সেই ঘাটতি মেটেনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে। তবে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- দিল্লি যাচ্ছে নেতাজির পৈতৃক ভিটের মাটি, কারণ জানলে চমকে যাবেন!
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলাকাতাতেও। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কোচবিহারে। তবে ব্যাপক এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।