বৈশাখের গনগনে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। জেলায়-জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। বেলা বাড়তেই সূর্যের তীব্র তেজে জ্বলে পুড়ে খাক শহর থেকে জেলা। দক্ষিণবঙ্গে এখনই মাত্রাছাড়া এই গরমের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই। আরও দিন কয়েক পরিস্থিতি এমনই থাকবে। তবে স্বস্তির খবর উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই পর্বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তারপরেও আরও দিন তিনেক ভ্যাপসা গরম থাকবে। গত কয়েকদিন ধরে দিল্লি-উত্তরপ্রদেশের মতো শুকনো গরমে হাঁসফাঁস দশা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আগুন ঝরাচ্ছে সূর্য। পশ্চিমের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি পার।
আরও পড়ুন- মুকুলের অতি পদ্ম ভজনাতেও ‘উদার’ মমতা, ‘চাণক্য’র দায় ঝাড়তে মরিয়া তৃণমূল
তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতির খানিকটা বদল হতে পারে আগামী শনিবার। ওই দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রাও কিছুটা কমবে। আগামী শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।