সপ্তাহের প্রথম দিন থেকেই দুর্যোগের প্রকোপ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির পরিবমাণ বাড়বে। উপকূলের জেলাগুলিতে অপেক্ষাকৃতভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও সোম ও মঙ্গলবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পর্বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
ফের এক দফায় দুর্যোগ পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- ‘পিসি-ভাইপোর গুডবুকে থাকতে মৃত বাবাকেও চোর বলছেন’, উদয়ন-উবাচে ‘লজ্জিত’ শুভেন্দু
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকতা শহরেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এরই পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার ,জলপাইগুড়ি, আলিুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরেও।