ফের এক দফায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আজ শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা নেই।
বৃষ্টির হাত ধরে ফিরেছে স্বস্তি। এবার ফের এক দফায় রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। শহর কলকাতাতেও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- বাকি মামলাও তাঁর হাত থেকে সরে যেতে পারে, আশঙ্কা খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই
এরই পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই মেদিনীপুরের পাশাপাশি দুই ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পর্বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির এই পালা চলবে আগামী সোমবার পর্যন্ত।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের দুই জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙে বেশি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সোমবার পর্যন্ত এই পর্বে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।