/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Rain_f2a209.jpg)
Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
Saraswati Puja 2024 Weather Update: আবহাওয়ার পূর্বাভাস ছিলই, তবে মঙ্গলবার একেবারে লেটেস্ট আপডেট ধরলে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে-র দিনেও পিছু ছাড়বে না বৃষ্টি। জেলায়-জেলায় অসময়ে এই বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার একেবারে টাটকা আপডেট জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আগামিকাল সরস্বতী পুজো (Saraswati Puja) পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentines Day) বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির এই রেশ থাকবে আগামী বৃহস্পতিবারেও। ওই দিনও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গেই নয়, শীতের বিদায়লগ্নে এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা-সহ দুই দিনাজপুরে। আগামী ১৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।