শুক্রবার বিকেল থেকেই এক ধাক্কায় তাপমাত্রার পতন। গতকাল বিকেলে ঝোড়ো হাওয়ার দাপট চোখে পড়েছে শহর কলকাতায়। গতকালের পর আজ শনিবার সকালেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার কয়েকটি এলাকাতেও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। শহর কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে, হতে পারে হালকা বৃষ্টিও। মোটের উপর আজ থেকে আগামী সপত্হারে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়ার উলোটপুরাণ। গত কয়েকদিনের তীব্র দাবদাহ থেকে অবশেষে মুক্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এরাজ্যে। তারই জেরে রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঝড়-বৃষ্টির হাত ধরেই রাজ্যে তাপমাত্রা খানিকটা কমবে। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে।
আরও পড়ুন- ‘আমি চক্রান্তের শিকার’, ১৫ ঘণ্টা তল্লাশি শেষে CBI বেরোতেই ফের সরব তাপস সাহা
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল রবিবার মুর্শিদাবাদ ও হাওড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঝোড়ো-হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, উত্তরবঙ্গে দিন কয়েক আগে থেকেই বৃষ্টি চলছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।