/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/rainfall.jpg)
ফের এক দফায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। চাঁদিফাটা গরমে বুকভরা স্বস্তি দিতে শুক্রের বিকেলের পর থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে। শুধু কলকাতা শহরেই নয়, আজ সন্ধেয় বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতেও।
সপ্তাহভর চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়েছিলেন বঙ্গবাসী। অবশেষে চাতকের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। শুত্রবার সন্ধে নাগাদ শহর কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ সন্ধের দিকে বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে অসহ্য গরমের হাত থেকে এই বৃষ্টি খানিকটা হলেও প্রাণ জুড়োতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে এখনই মুক্তির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- ২ মাস পথেই কাটাবেন অভিষেক, বাতলালেন পঞ্চায়েতের প্রার্থী বাছাই প্রক্রিয়া
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ২২ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা নামবে। সেই মতো তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেলের পর থেকেই একাধিক জেলার দহনজ্বালা খানিকটা হলেও জুড়োবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের পর থেকেই কলকাতার আবহাওয়ায় বিরাট বদল চোখে পড়তে পারে। সন্ধের পরেই নামতে পারে স্বস্তির বৃষ্টি।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির হাত ধরেই মাত্রাতিরিক্ত গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই মেলার পরিস্থিতি তৈরি হবে। টানা বেশ কয়েকদিন যে তীব্র দাবদাহের সম্মুখীন হয়েছিল রাজ্যের একটা বড় অংশ, এবার এই বৃষ্টির হাত ধরেই তা থেকে সাময়িক মুক্তি মিলবে বলেই মত আবহাওয়াবিদদের।