দুর্যোগের ছায়া দুর্গাপুজোয়। শারোদোৎসবের আনন্দ ভেস্তে দিতে কোমর বাঁধছে নিম্নচাপ। পুজোর মধ্যেই একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর শুরু থেকে এই অষ্টমীর সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্তও রোদ ঝলমলে আবহাওয়ায় মণ্ডপে-মণ্ডপে ভিড়। তবে পুজোর মধ্যেই আবহাওয়া দফতর বৃষ্টি নিয়ে যা আপডেট দিল তাতে মন খারাপের পালা শুরু। শীঘ্রই আবহাওয়ার মুডে বিরাট সুইং!
আবহাওয়ায় বদল কবে? কবে বৃষ্টির সম্ভাবনা?
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ায় এই বদলটা চোখে পড়তে পারে অষ্টমীর রাত থেকেই। অর্থাৎ, রবিবার রাত থেকেই আবহাওয়ায় তুমুল বদলের জোরালো সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আজ দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারই জেরে পুজোর শেষ দু'দিন অর্থাৎ, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। অষ্টমীর রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?
অষ্টমীর সকাল থেকে রোদ ঝলমলে আকাশ রাজ্যের সর্বত্র। তবে দুপুরের পর থেকে আবহাওয়ায় বদল চোখে পড়তে পারে। শহর কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- অষ্টমীর পূজা: কীভাবে দেবী হলেন মহাগৌরী? এই রূপের উপাসনায় কী লাভ?
জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
দুর্গাপুজোয় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত দিন কয়েক শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি।
কেমন থাকবে কলকাতার ওয়েদার?
কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতেও উৎসবমুখর বঙ্গবাসীর কিছু যায় আসে না। সপ্তমীর নিশি শেষে অষ্টমীর সকাল থেকেও শহর কলকাতার আনাচে কানাচে মণ্ডপমুখী দর্শকদের উপচে পড়া ভিড়। উৎসবরে আনন্দে সামিল হতে বেলা যত বাড়বে মণ্ডপের ভিড়ও ততই বাড়বে বলে মনে করা হচ্ছে।