Advertisment

কিছুক্ষণের মধ্যেই কলকাতার আবহাওয়ায় তুমুল বদল! আজ থেকেই নাগাড়ে বৃষ্টি?

উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি চললেও শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি অধরা।

author-image
IE Bangla Web Desk
New Update
thundershower alert in south bengal

আজ থেকেই টানা বৃষ্টি?

আর ২-৩ ঘণ্টার মধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হবে ঝড়-বৃষ্টি। মোটের উপর আর ২৪ ঘণ্টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। আগামী রবি ও সোমবার গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisment

উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি চললেও শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি অধরা। বরং আদ্রর্তাজনিত অস্বস্তিতে কাবু আট থেকে আশি। শহর কলকাতায় সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগান্তি বাড়ছিল। তবে দুপুরের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার বিকেলে কলকাতার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- এয়ারপোর্টে বিপুল বেতনে মারকাটারি চাকরি! সুযোগ হেলাফেলা করবেন না!

মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। শুক্র ও শনিবার গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশে এতটা দেরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিপর্যয় নামের ওই ঘূর্ণিঝড় বাতাস থেকে হু হু করে জলীয় বাষ্প টেনে নেওয়ার জেরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ক্ষেত্রে দেরি হয়েছে বলে মনে করছেন আবহাওবিদরা। তবে এবার দক্ষিণবঙ্গে সম্ভবত আজই বৃষ্টির সেই খরা কাটতে চলেছে।

weather update Rainfall in Kolkata Rainfall in Bengal
Advertisment