/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/Rain-Pic-1.jpg)
আজ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
আজ রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মোটের উপর উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়-বৃষ্টি সঙ্গী থাকবে। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত চলবে এই ঝড়-বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেলের পর থেকে বদলাতে পারে পরিস্থিতি।
পূর্বাভাস মতোই আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিকেলের পর কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন- কোলাহলহীন নিরিবিলি পরিবেশ, শান্ত-স্নিগ্ধ পাহাড়ি গ্রামে মেলে মনের স্বস্তি, প্রাণের সুখ!
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট আরওবাড়বে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী দু'দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। তারই জেরে ওই জেলাগুলিতে তাপমাত্রাও খানিকটা কমার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়বে।
আরও পড়ুন- তারাপীঠে ডান্স বারের রমরমা, সঙ্গে দোসর লুটপাট-ছিনতাই, প্রশাসন ঠুঁটো-জগন্নাথ
কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের মতো পার্বত্য অঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। শহর কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।