Advertisment

Kolkata Weather Today: সপ্তাহের শুরুতেই তেড়ে বৃষ্টি এই জেলা গুলিতে, প্রবল হাওয়ায় লন্ডভণ্ড পরিস্থিতি তৈরির আশঙ্কা?

IMD Weather Forecast Update: নতুন সপ্তাহের শুরুতেই ফের একবার জেলায়-জেলায় দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর গতবারের চেয়েও বেশি গরম পড়তে পারে। তবে আপাতত দিন কয়েক বৃষ্টির পালা চলবে রাজ্যে। শুধু বৃষ্টিই নয়, এরই পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত বিদায় নিলেও পাহাড়নগরী দার্জিলিঙের চিত্রটা বেশ ভিন্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

IMD Weather Update Today March 4: আবারও জেলায়-জেলায় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস। শুধু বৃষ্টিই নয়, এরই পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে একাধিক জেলায়। কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে মার্চের শুরুতেই ফের রাজ্যে দুর্যোগের কালো মেঘ। এই পর্বে দুর্যোগ চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের আবহাওয়ার আপডেট (Weather Update)।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর গরম আরও বেশি পড়তে পারে। অর্থাৎ, গ্রীষ্মের দাবদাহ পরিস্থিতি গত বছরকেও এবার ছাপিয়ে যেতে পারে। তবে তার আগে ফের একবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।

আরও পড়ুন- Justice Abhijit Gangopadhyay: তোলপাড় ফেলা এখবর আগে পড়ুন! অবসরের সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ভোটে প্রার্থীও হতে পারেন

কলকাতার ওয়েদার আপডেট…

কলকাতায় সকাল থেকে হালকা হাওয়ায় মৃদু শীতের অনুভূতি। তবে বেলা বাড়লে আজ মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনভর এই পরিস্থিতি থাকবে। তবে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শহর কলকাতার আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হতে পারে। তবে কলকাতা শহরে আর দিন দুয়েকের মধ্যেই গরমের অনুভূতি বাড়তেপারে।

জেনে নিন উত্তরবঙ্গের ওয়েদার আপডেট…

দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও পরিস্থিতি ভিন্ন দার্জিলিঙে (Darjeeling)। পাহাড়নগরীর উঁচু এলাকায় আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পঙের (Kalimpong) বেশ কিছু এলাকায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের (North Bengal) বাকি জেলাগুলিতে আজ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জায়গায় দমকা হাওয়া বইতে পারে।

weather update Rainfall in Bengal Weather Forecast
Advertisment