Advertisment

Babu Pal Death: আলোর শহরে নামল গভীর আঁধার, প্রয়াত বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল

আলোর শহরে নিভলো আলো। গতকাল গভীর রাতে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল। মাত্র ৬৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
babu pal death

আলোর শহরে নামল গভীর আঁধার, প্রয়াত বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল

Babu Pal Death: আলোর শহরে নিভলো আলো। গতকাল গভীর রাতে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল। মাত্র ৬৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন।

Advertisment

কোভিডের সময় ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বাবু। তারপর থেকেই শরীর ভালো যাচ্ছিল না তাঁর। ডায়ালিসিস চলছিল। ক্রমশ তাঁর সমস্ত অর্গান ই নিষ্ক্রিয় হতে শুরু করে ছিল। চন্দননগর আলোকসজ্জার জগতে বাবু পাল ছিলেন এক নক্ষত্র। টুনির যুগ শেষ হয়ে চন্দননগর আলোকসজ্জায় এল ই ডি আলোর রমরমা ঘটে। আলোর জাদুকর শ্রীধর দাসের হাত থেকে ব্যাট চলে আসে বাবু পালের দিকে। একসময়ের লোহার দোকানের মালিক বাবু হয়ে ওঠেন চন্দননগর আলোকসজ্জার আইকন।

আজ যত জন আলোকশিল্পী চন্দননগরে কাজ করেন তাঁদের অধিকাংশই বাবুর হাত ধরে উঠেছেন। একধারে বাবু হয়ে ওঠেন আলোকসজ্জার ইন্ডাস্ট্রি। দেশেবিদেশে বাবুর আলো যেত। পুজো এলেই কর্মব্যস্ত হয়ে ওঠে চন্দননগরের পঞ্চাননতলায় বাবু পালের স্টুডিও। সেই স্টুডিও সবসময় নতুন নতুন আলোর সৃষ্টিঘর।

আরও পড়ুন - < CBI questions Sandip Ghosh: টানা জেরা সন্দীপকে, কী পেল সিবিআই? বাড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির নিরাপত্তা >

বাবু পালের সেই সমস্ত সৃষ্টির অমোঘ আকর্ষণে ছুটে আসতেন রাজ্যের নানা প্রান্তের মানুষ। আসতেন রাজ্যের বাইরের মানুষও। মুম্বাইয়ে বিগ বি একবার দেওয়ালী উপলক্ষে নিজের দুটি বাংলো প্রতীক্ষা আর জলসা আলোয় মুড়ে সাজিয়েছিলেন। দায়িত্ব পেয়েছিলেন বাবু পাল। দুবাইয়ে শপিং মলের আলোকসজ্জা! সেটাও বাবু পাল ছাড়া ভাবা যায় না। দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল বাবুর নাম।

রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প যখন প্রথম নিয়ে আসে তখন সেই প্রকল্প গুলি আলোর সাহায্যে তুলে নেন বাবু। দুর্গাপূজা তে কলকাতার শ্রীভূমি তে সেই আলোকসজ্জা দেখানো হয়েছিল। এছাড়া উৎসবে পার্কস্ট্রিট সাজানো থেকে শুরু করে মুর্শিদাবাদের বেলডাঙা র দুর্গাপূজা বাবু পাল কে ছাড়া ভাবাই যেত না। এই প্রতিভাধর শিল্পী র প্রয়ানের খবর পেয়ে চন্দননগর চাঁপাতলা বাসভবনে এদিন ছুটে যান, করপোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারবাল , চন্দননগর আলোর স্রষ্টা শ্রীধর দাস থেকে অসংখ্য গুনগ্রাহী। তাঁদের মতে চন্দননগর একজন কৃতী শিল্পী কে হারালেও তাঁর সৃষ্টির মাধ্যমে তিনি আলোর জগতে ধ্রুবতারা হয়েই থাকবেন।

Chandannagar Babu Pal Death
Advertisment