/indian-express-bangla/media/media_files/2024/11/11/IVlgTw9NMcTqDuONZZeQ.jpg)
আলোর শহরে ফুটছে উৎসবের উষ্ণতায়
/indian-express-bangla/media/media_files/2024/11/11/4vO1SAJv9pjAxJ5hD6nq.jpg)
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর আলোর রোশনাইয়ে গা ভাসতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন
আলোর শহর ফুটছে উৎসবের উষ্ণতায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর আলোর রোশনাইয়ে গা ভাসতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন। এবারেও তার কোন ব্যতিক্রম হয়নি। নবমীর নিশিতে লোকারণ্য গঙ্গা পারের এই শহর।
/indian-express-bangla/media/media_files/2024/11/11/g1FyWQuTqNv3GjtKEnyb.jpg)
আজ বিজয়া দশমী
আজ বিজয়া দশমী। মায়ের ফেরার পালা। তাই উৎসবের মাঝেও যেন বিষাদের সুর। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। শোভা যাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায় পুজো শুরু সাথে সাথেই। বড় বড় লরি, চোখধাঁধানো আলোকসজ্জার সঙ্গে ধামসা-মাদলের তালে তালে চলে প্রতিমা নিরঞ্জন। আজ দুপুর থেকে শুরু হবে শোভাযাত্রা চলবে আগামীকালও। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এ বারই প্রথম শোভাযাত্রার সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিল সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটি।
/indian-express-bangla/media/media_files/2024/11/11/Py6NLXkSvGz6z1Hg6zes.jpg)
বিশ্ব দরবারে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাকে তুলে ধরতে বিশেষ আয়োজন
বিশ্ব দরবারে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাকে তুলে ধরতেই এবারের এই অভিনব আয়োজন। এবিষয়ে কমিটির সহ-সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘চন্দননগর স্ট্র্যান্ড রোড এবং তালডাঙা এই দুটি জায়গা থেকে হবে সম্প্রচার। সেই সম্প্রচার কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজ থেকে একেবারে বাড়ি বসেই লাইভ দেখতে পাবেন বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ।’
/indian-express-bangla/media/media_files/2024/11/11/p4RAymkYz2qLXbFvHDyO.jpg)
চন্দননগর এবছর শোভাযাত্রায় অংশ নেবে ৬৯টি পুজো কমিটি
চন্দননগর এবছর শোভাযাত্রায় অংশ নেবে ৬৯টি পুজো কমিটি। লরির সংখ্যা থাকবে ২৪৫ টি। গত বছরের তুলায় আরও আকর্ষণীয় হতে চলেছে এবারের শোভাযাত্রা। ১১ নভেম্বর সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত চলবে শোভাযাত্রা।
/indian-express-bangla/media/media_files/2024/11/11/JpgYhugr45PQZJaR3xB2.jpg)
বাড়ি বসেই নিরঞ্জনের লাইভ দেখতে পাবেন বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ
প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তার যথাযথ আয়োজন করা হয়েছে চন্দননগর পুলিশ কমিশনরেটের তরফে।