Advertisment

স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবার 'চন্দ্রযানে'! ২১শে ধর্মতলায় চমক

ইতিমধ্যেই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে থিকথিকে ভিড়। যা ক্রমশ জনজোয়ারে পরিণত হওয়ার অপেক্ষা।

author-image
IE Bangla Web Desk
New Update
chandrayaan rocket seen with lakshmir bhandar swasthya sathi kanyashree at dharmatala , স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবার 'চন্দ্রযানে'! ২১শে ধর্মতলায় চমক

সেই অভিনব রকেট। ছবি পার্থ পাল

চন্দ্রযানেই স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভাস্থলে নজর কাড়ছে এই রকেট। ইতিমধ্যেই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে থিকথিকে ভিড়। যা ক্রমশ জনজোয়ারে পরিণত হওয়ার অপেক্ষা।

Advertisment

২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৈরি হয়েছে 'ইন্ডিয়া'। মোদী বিরোধী ২৬টি রাজনৈতিক দল এক ছাতার তলায় এসেছে। বিরোধী জোটের তরফে একাধিক রাজনৈতিক কর্মসূচিও নেওয়া হচ্ছে। যাতে বড় ভূমিকায় রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ২৩শের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ২৪শের লক্ষ্যে একগুচ্ছ বার্তা কর্মী, সর্থকদের উদ্দেশ্যে দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।।

আরও পড়ুন- LIVE: শহিদদের স্মৃতি তপর্ণ, ক্রমশ ধর্মতলায় মানুষের ভিড় বাড়ছে

২৪শে এনডিএ বনাম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি ব্যবহার নিয়ে যে তৃণণূল নেত্রী সরব হবেন তাতে কোনও সন্দেহ নেই। সদ্য রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ২০টি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে সামনে রেখে এদিন তৃণণূলের শক্তির আস্ফালন দেখা যেতে পারে।

জাতীয় রাজনীতির পাশাপাশি, ১০০ দিনের গ্রামীণ প্রকল্পের কাজ আটকে রাখা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা একাধিক কেন্দ্রীয় প্রকল্প বঞ্চনা নিয়েও এই মঞ্চ থেকেই সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে।

tmc Mamata Banerjee Lakkhir Bhandar kanyasree Chandrayaan 3 21 July Shahid Diwas
Advertisment